সুপার-ঘূর্ণিঝড়-আম্পান!

  • ব্রেকিং নিউস

    শেন ওয়ার্নের ভবিষ্যদ্বাণী, কে হবে আইপিএল চ্যাম্পিয়ন?



    ২৩ মার্চ মাঠে গড়িয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দ্বাদশ আসর। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছিল টুর্নামেন্টের সবচেয়ে সফল দল চেন্নাই সুপার কিংস ও আরেক হট ফেভারিট রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। টুর্নামেন্টের প্রায় পুরোটাই এখনো বাকি। আগামী ৫ মে ফাইনালে নির্ধারিত হবে কোন দলের হাতে উঠবে এবারের আসরের শিরোপা। তবে অস্ট্রেলিয়ার কিংবদন্তি ক্রিকেটার, সর্বকালের অন্যতম সেরা লেগ স্পিনার শেন ওয়ার্ন টুর্নামেন্টের শুরুতেই ভবিষ্যদ্বাণী করে জানিয়েছেন, সম্ভাব্য চ্যাম্পিয়ন হবে কোন দলটি।

    এবারের আসরে রাজস্থান দলের ব্র্যান্ড অ্যাম্বাসেডরের দায়িত্ব পালন করছেন কিংবদন্তি স্পিনার। শেন ওয়ার্নের জন্য আইপিএল অভিজ্ঞতা নতুন নয়। ২০০৮ সালে প্রথম আসরে সাধারণ মানের দল নিয়েও তাঁর অসাধারণ নেতৃত্বেই চ্যাম্পিয়ন হয়েছিল রাজস্থান রয়্যালস। এরপর থেকে এখনো পর্যন্ত রাজস্থান দলটির সঙ্গে কোনো না কোনো দায়িত্বের সম্পর্কে জড়িয়ে আছেন ওয়ার্ন। ক্রিকেট বিষয়ক সংবাদমাধ্যম ক্রিকইনফো তাই মুখোমুখি হয়েছিল ওয়ার্নের। সাক্ষাৎকারে ওয়ার্ন জানিয়েছেন, আইপিএলের এবারের আসরে কোন দল চ্যাম্পিয়ন হবে, প্লে-অফে খেলবে কোন চারটি দল এবং কে হবে আসরের সবচেয়ে দামী খেলোয়াড়। তাঁর মতে, এবার শেষ চারে খেলবে চেন্নাই সুপার কিংস, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, কলকাতা নাইট রাইডার্স ও রাজস্থান। আর চ্যাম্পিয়নশিপের বাজি রেখেছেন রাজস্থান রয়্যালসের পক্ষে। 

    সাক্ষাৎকারে ওয়ার্ন বলেন, ‘রাজস্থান খুব বড় বাজেটের দল গড়ে না। কিন্তু এবার প্রচুর অর্থ খরচ করে অ্যাস্টন টার্নার, বেন স্টোকস, জস বাটলার, জোফরা আর্চারের মতো একঝাঁক ম্যাচ জেতানোর মতো খেলোয়াড় কিনেছে রাজস্থান। দলটাকে সবসময় আন্ডারডগ বলা হলেও জয়-পরাজয়ের অনুপাতে সবসময়ই এগিয়ে। এবার আইপিএলে গোলাপি জার্সি পরে নামবে রাজস্থান রয়্যালস। চ্যাম্পিয়ন হয়ে আসরটাকে গোলাপি রঙে রাঙাবে রাজস্থান, এমনটাই বিশ্বাস আমার।’ ওয়ার্নের মতে, রাজস্থানের ব্যাটসম্যান সঞ্জু স্যামসনই হবে আসরের সেরা খেলোয়াড়। পেস ও স্পিন দুটোর বিপক্ষেই দারুণ সচ্ছন্দ স্যামসন। ২০১৯ সালের মধ্যেই ভারতের হয়ে ক্রিকেটের তিনটি ফরম্যাটেই মাঠে নামবে স্যামসন, ডানহাতি ব্যাটসম্যানকে নিয়ে উচ্চাশা পোষণ করে এমনটাই জানান ওয়ার্ন।

    No comments

    If you have any doubt, please let me know that with your valuable comments.

    পৃষ্ঠা

    সর্বশেষ খবর

    COVID-19 থেকে বাঁচার উপায় !