Tuesday, May 20.

সুপার-ঘূর্ণিঝড়-আম্পান!

কলেজজীবনে প্রাইভেট শিক্ষকের প্রেমে পড়েন শুভশ্রী!

image-161566-1554024432

কলেজজীবনে প্রবেশ করেই প্রেমে পড়েন কলকাতার জনপ্রিয় নায়িকা শুভশ্রী। পাশের বাড়ির এক মেধাবী ছাত্রের কাছে প্রাইভেট পড়তেন তিনি। একপর্যায়ে সেই শিক্ষকের প্রেমে হাবুডুবু খান এ নায়িকা।তবে এটি বাস্তবে নয়, রিলে। এমন একটি মজার গল্প নিয়ে নির্মিত হচ্ছে পরিণীতি নামে একটি চলচ্চিত্র। এতে নায়িকা চরিত্রে অভিনয় করবেন শুভশ্রী। আর ছবিটি প্রযোজনা করছেন তার স্বামী রাজ চক্রবর্তী।

ছবিতে দেখা যাবে শুভশ্রী সবে কলেজে ভর্তি হয়েছেন। গোলাপি ফ্রক পরে, লাল ফিতে দিয়ে চুল বেঁধে, কাঁধে স্কুলব্যাগ কলেজে যাওয়া-আসা চলছে রোজ। পাশের বাড়ির মেধাবী ছাত্র বাবাইদার কাছে প্রাইভেট পড়তে গিয়ে নিজের অজান্তেই প্রেমে পড়ে যান এই সুদর্শনী। এভাবেই এগিয়ে যায় ছবির চিত্রনাট্য।ছবিটিতে বিভিন্ন সময়ে, বিভিন্ন বয়সে, বিভিন্ন লুকে দেখা যাবে শুভশ্রীকে। ছবির গল্প প্রসঙ্গে রাজ চক্রবর্তী জানান, একটা ভালো গল্পের সন্ধানে ছিলেন বহুদিন ধরে। পরে সেটি পেয়ে যান।

এ ছবিতে খাপ খাওয়াতে শুভশ্রী বহু কষ্ট করেছেন। অল্প বয়সের চেহারার জন্য দুবেলা জিম করছেন, দৌড়াচ্ছেন শুভশ্রী।প্রসঙ্গত বিয়ের পর এই প্রথম কোনো চলচ্চিত্রে অভিনয় করছেন শুভশ্রী। পরীণীতি দিয়েই তার হাতেখড়ি হচ্ছে।

No comments

If you have any doubt, please let me know that with your valuable comments.

পৃষ্ঠা

সর্বশেষ খবর

COVID-19 থেকে বাঁচার উপায় !

CovidUpdated1