সুপার-ঘূর্ণিঝড়-আম্পান!

  • ব্রেকিং নিউস

    ‘মোদি বিশ্ব ঘুরে বেড়ান গ্রাম দেখার সময় নেই’

    ‘মোদি বিশ্ব ঘুরে বেড়ান গ্রাম  দেখার সময় নেই’

    ‘পাঁচ বছরে নিজের নির্বাচনী এলাকা বারানসির কোনো গ্রামে পরিদর্শনে যাননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি সারা বিশ্ব ঘুরে বেড়ান অথচ নিজের এলাকার মানুষ কেমন আছে, কীভাবে আছে তা দেখার সময় পাননি।’ শুক্রবার উত্তরপ্রদেশের ফায়জাবাদে নির্বাচনী প্রচারণায় যোগ দিয়ে ক্ষমতাসীন বিজেপির শীর্ষ নেতার বিরুদ্ধে অভিযোগের তীর ছোড়েন কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াংকা গান্ধী। প্রিয়াংকা বলেন, ‘বারানসির মানুষের মুখে এ কথা শুনে আমরা হতবাক হয়ে গেছি। ক্ষমতায় যাওয়ার পর একদিনও নিজের এলাকায় পা দেননি মোদি।’ খবর এনডিটিভির। ‘বারানসিতে নরেন্দ্র মোদি বনাম প্রিয়ঙ্কা গান্ধী! লড়াইটা কেমন হবে বলুন তো!’

    আগের দিন বৃহস্পতিবার স্রেফ মজা করে এই কথা বলেছিলেন প্রিয়াঙ্কা গান্ধী ভদ্র। কিন্তু তা নিয়েই শুরু হয়ে গেল জল্পনা-কল্পনা। সত্যিই কি বারানসিতে মোদির বিরুদ্ধে প্রার্থী হচ্ছেন রাজীব কন্যা? এখন এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে রাজনৈতিক মহলে। খবর টাইমস অব ইন্ডিয়ার। এ দিন রায়বেরেলিতে গিয়েছিলেন প্রিয়াঙ্কা। উত্তর প্রদেশের এই আসনে এবারও প্রার্থী হয়েছেন সোনিয়া গান্ধী। প্রসঙ্গত ১৫ বছর ধরে রায়বেরেলিতে মায়ের হয়ে প্রচার করে চলেছেন প্রিয়াঙ্কাই। সোনিয়ার নির্বাচনী প্রচার থেকে শুরু করে সারা বছর রায়বেরেলির দেখভাল মেয়েই করেন।


    রায়বেরেলির লোকজন তাকে বলেন, ‘ভাইয়াজি (উত্তরপ্রদেশের রাজনীতিতে মায়াবতী বহেনজি নামে পরিচিত)।’ ভাইয়াজি নামের আরেকটা কারণ প্রিয়াঙ্কা বরাবরই ডাকাবুকো। বৃহস্পতিবারও ভাইয়াজিকে দেখে আগের মতোই ঘিরে ধরেছিলেন রায়বেরেলির কংগ্রেস কর্মীরা।তারা প্রিয়াঙ্কাকে বলেন, ‘ভাইয়াজি আপনিই এবার রায়বেরেলিতে প্রার্থী হয়ে যান।’ তা শুনে প্রিয়াঙ্কা বলেন, ‘বারানসি থেকে লড়লে কেমন হয়?’ তার এই প্রশ্ন বিজেপির কাছে এখন চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে।

    ২৩ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে কংগ্রেসে যোগ দেন প্রিয়াঙ্কা। তার পর তাকে সর্বভারতীয় কংগ্রেসের সাধারণ সম্পাদকের পদ দিয়ে পূর্ব উত্তরপ্রদেশের দায়িত্ব দেন রাহুল গান্ধী। তখন থেকে প্রিয়াঙ্কাকে নিয়ে জল্পনার শেষ নেই।প্রথমে অনেকে মনে করেছিলেন, সোনিয়া গান্ধী বুঝি এবার ভোটে লড়বেন না। রায়বেরেলি থেকে প্রিয়াঙ্কাই প্রার্থী হবেন। পরে সোনিয়ার নাম প্রার্থী হিসেবে ঘোষণার পর উত্তরপ্রদেশে জল্পনা রয়েছে বারানসি থেকে হয়তো প্রার্থী হতে পারেন সোনিয়াকন্যা। কেন না বারানসি পূর্ব-উত্তরপ্রদেশের মধ্যে পড়ে। ফলে প্রিয়াঙ্কার এ দিনের টিপ্পনি অনেকেই গুরুত্ব দিতে শুরু করেছেন।তবে বুধবারও কংগ্রেস কর্মীদের প্রশ্নের জবাবে প্রিয়াঙ্কা বোঝাতে চেয়েছিলেন, দল ও সংগঠন চাইলে তিনি প্রার্থী হতেই পারেন। কিন্তু তার ইচ্ছা এখন সংগঠনের জন্য কাজ করার। দলকে ২০২২ সালের জন্য প্রস্তুত করার। প্রসঙ্গত, ২০২২ সালে উত্তরপ্রদেশে বিধানসভা ভোট হবে।

    অনেকের মতে, প্রিয়াঙ্কার কৌশল পরিষ্কার। লোকসভায় প্রার্থী হবেন না তিনি। বরং তিন বছর বাদে উত্তরপ্রদেশে বিধানসভা ভোটে তাকে মুখ্যমন্ত্রী প্রার্থী প্রোজেক্ট করে ভোটে লড়বে কংগ্রেস।মুম্বাই থেকে কংগ্রেসের হয়ে ভোটে দাঁড়াচ্ছেন ঊর্মিলা : প্রত্যাশা মতোই উত্তর মুম্বাই থেকেই কংগ্রেসের হয়ে আসন্ন লোকসভা ভোটে দাঁড়াচ্ছেন বলিউড অভিনেত্রী ঊর্মিলা মাতণ্ডকার। কংগ্রেসের কেন্দ্রীয় নির্বাচন কমিটির বৈঠকেই এই সিদ্ধান্ত নেয়া হয়। তারপর দলের তরফ থেকে একটি বিবৃতি প্রকাশ করে ঊর্মিলার প্রার্থী হওয়ার খবরটি জানানো হয়।

    এই প্রসঙ্গে টুইটও করে কংগ্রেস। অভিনয় জীবন থেকে সরে এসে নতুন ইনিংস শুরু করার পথে ঊর্মিলা। কিন্তু রাজনীতির ময়দানে তার লড়াই সহজ হবে না। এমনটাই মনে করছে রাজনৈতিক মহল। কারণ যে কেন্দ্রে তিনি প্রার্থী হচ্ছেন সেই উত্তর মুম্বাই কেন্দ্রে প্রার্থী বিজেপির সাংসদ গোপাল শেট্টি। ফলে লড়াই কঠিন হতে চলেছে ঊর্মিলার পক্ষে।এর আগে বুধবার কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী, মুম্বাই প্রদেশ কংগ্রেসের সভাপতি মিলিন্দ দেওরা, দলের মুখপাত্র প্রিয়াঙ্কা চতুর্বেদী এবং রনদীপ সুরজেওয়ালার উপস্থিতিতে কংগ্রেসে যোগদান করেছিলেন ঊর্মিলা।

    No comments

    If you have any doubt, please let me know that with your valuable comments.

    পৃষ্ঠা

    সর্বশেষ খবর

    COVID-19 থেকে বাঁচার উপায় !