যেভাবে ফাঁসি দেওয়া হয়েছিল সাদ্দাম হোসেনকে!
সাদ্দাম হোসেন। ইরাকের সাবেক প্রেসিডেন্ট। যার পুরো নাম সাদ্দাম হোসেন আবদুল মাজিদ আল তিকরিতি। যিনি দীর্ঘ ২২ বছরেরও বেশি সময় ইরাকের ক্ষমতায় ছিলেন। ২০০৩ সালের ইঙ্গ-মার্কিন বাহিনী পারমানবিক অস্ত্র থাকার মিথ্যা আজুহাতে ইরাক দখলের পর তিনি ক্ষমতাচ্যুত হন। পরবর্তীতে বিচারের নামে প্রহসন করে তাকে ফাঁসি দেওয়া হয়। সম্প্রতি তার ফাঁসির দণ্ডাদেশ কার্যকরের ভিডিওটি ফের সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে।
ইরাকের শিয়া সম্প্রদায়ের ওপর গণহত্যা চালানোর অভিযোগে মৃত্যুদন্ডে দন্ডিত হন সাদ্দাম হোসেন। প্রায় তিন বছর বিচারকার্য চলার পর ২০০৬ সালের ৫ই নভেম্বর ইরাকের আদালত ৮০’র দশকে বাগদাদের উত্তরে দুজাইল গ্রামে ১৪৮ জন ইরাকীকে হত্যার দায়ে সাদ্দামকে মৃত্যুদন্ড দেয়। ২০০৬ সালের ৩০ ডিসেম্বর ইরাকে সাদ্দাম হোসেনের ফাঁসি কার্যকর হয়।
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.