সুপার-ঘূর্ণিঝড়-আম্পান!

  • ব্রেকিং নিউস

    সবুজে হাসুন, সবুজেই বাঁচুন!

    Image result for বাড়ির ছাদে খামার

    ইট কাঠের নাগরিক সভ্যতার শহরগুলো থেকে দ্রুতই হারিয়ে যাচ্ছে সবুজ। কিন্তু মানুষ তার শিকড়কে সহজে ভুলতে পারে না। সবুজে ভরা গ্রাম বাংলায় বেড়ে উঠা নাগরিক সমাজের একটা অংশ সবুজকে ধরে রাখতে চায় আবাসস্থলে। শৌখিন মানুষরা তাদের ঘরবাড়িতে সবুজকে ধরে রাখার জন্য একান্ত নিজস্ব ভাবনা আর প্রচেষ্টায় আপন আপন বাড়ির ছাদে তৈরি করছে ছাদ বাগান। কিছু ফলগাছ বাড়ির ছাদে লাগানো যায় । যেমন-

    *অাঙ্গুর

    * আম-বারিআম-৩ (আম্রপালি), বাউআম-২ (সিন্দুরী);

    * পেয়ারা-বারি পেয়ারা-২, ইপসা পেয়ারা-১;

    * কুল-বাউকুল-১, ইপসা কুল-১ (আপেল কুল), থাই কুল-২ ;

    * লেবু-বারি লেবু -২ ও ৩, বাউ কাগজি লেবু-১;

    * আমড়া-বারি আমড়া-১, বাউ আমড়া-১;

    * করমচা-থাই করমচা;

    * ডালিম (দেশী উন্নত);

    * কমলা ও মাল্টা-বারি কমলা-১, বারি মাল্টা ১;

    * জামরুল-বাউ জামরুল-১ (নাশপাতি জামরুল), বাউ জামরুল-২ (আপেল জামরুল) এসব।

    * সবজি-লালশাক, পালংশাক, মূলাশাক, ডাঁটাশাক, কলমিশাক, পুঁইশাক, লেটুস, বেগুন, টমেটো, মরিচ, লাউ, শিম এসব।

    Image result for বাড়ির ছাদে খামার


    Image result for বাড়ির ছাদে খামার


    No comments

    If you have any doubt, please let me know that with your valuable comments.

    পৃষ্ঠা

    সর্বশেষ খবর

    COVID-19 থেকে বাঁচার উপায় !