মৃত সেজে থাকা স্বাধীনতাকামী কাশ্মিরীর গুলিতে আরো ৪ ভারতীয় সৈন্য নিহত
জম্মু কাশ্মিরে ভারতীয় নিরাপত্তা বাহিনীর অভিযানের সময় স্বাধীনতাকামী কাশ্মিরীদের গুলিতে ৪ জন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরো ৮ জন। শুক্রবার (২ মার্চ) বিকেলে জম্মু-কাশ্মীরের কুপওয়ারা জেলায় এ ঘটনা ঘটে।উত্তর কাশ্মীরের কুপওয়ারা জেলার হান্দোয়ারার বাবাগুন্ড এলাকায় এ ঘটনাটি ঘটে।সেনা সূত্রে জানা যায়, একটি বাড়িতে দুই স্বাধীনতাকামী কাশ্মিরী লুকিয়ে রয়েছে বলে শুক্রবার খবর আসে। সেই মতো অভিযানে নামে রাজ্য পুলিশের এসওজি, সিআরপি-র ৯২ নম্বর ব্যাটেলিয়ন এবং সেনাবাহিনীর ২২ রাষ্ট্রীয় রাইফেলসের যৌথ বাহিনী। হান্দোয়ারার বাবাগুন্ডে ওই বাড়ির কাছে পৌঁছালে তাদের লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে স্বাধীনতাকামী কাশ্মিরীরা।
গুলি বিনিময় চলাকালীন দুই স্বাধীনতাকামী কাশ্মিরীর মধ্যে একজনের মৃত্যু হয়েছে বলে জানা যায়। এরপর মরদেহ উদ্ধারে যায় নিরাপত্তা বাহিনী। তখনই ঘটে বিপত্তি। মাটিতে পড়ে থাকা দুই জঙ্গির মধ্যে একজন আচমকা উঠে দাঁড়ায় এবং এলোপাতাড়ি গুলি চালাতে শুরু করে। এতে জওয়ানরা আহত হন। গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে তাদের মধ্যে চার জনের মৃত্যু হয়। যৌথ বাহিনীর গুলিতে মৃত সেজে শুয়ে থাকা ওই স্বাধীনতাকামী কাশ্মিরীরও মৃত্যু হয়েছে বলে স্থানীয় সূত্র থেকে জানা যায়। তবে এখনও পর্যন্ত তার নাম-পরিচয় জানা যায়নি। উল্লেখ্য, এই অভিযানকে ঘিরে নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। তাতে এক স্থানীয় বাসিন্দার মৃত্যু হয়। এ সময় জওয়ানরা ছররা বন্দুক ব্যবহার করলে আহত হন চার স্থানীয় যুবক।
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.