উইঘুর মুসলিম নিয়ে সোচ্চার হতে নিউজিল্যান্ড প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান
চীনের নির্যাতিত উইঘুর মুসলিমদের নিয়ে কথা বলতে নিউজিল্যান্ড প্রধানমন্ত্রী জাসিন্দা আর্দানের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার গোষ্ঠী হিউম্যান রাইটস ওয়াচ। একটি খোলা চিঠিতে তারা নিউজিল্যান্ড প্রধানমন্ত্রীর প্রতি এ আহ্বান জানায়।নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের দুটি মসজিদে গত ১৫ মার্চ বন্দুকধারীর হামলায় ৫০ জন প্রাণ হারান। ওই ঘটনায় মুসলিমদের অধিকারের বিষয়ে নিজের অবস্থানের জন্য বিশ্বব্যাপী প্রশংসিত হন জাসিন্দা আর্দান। আগামী ১ এপ্রিল চীন সফর করবেন তিনি।
চীনে উইঘুর মুসলিমরা দীর্ঘ সময় ধরে নির্যাতিত হয়ে আসছেন এমন অভিযোগ রয়েছে। চীনের রাষ্ট্রীয় নেতৃবৃন্দের সঙ্গে বৈঠকে বিষয়টি নিয়ে জাসিন্দা যাতে উদ্বেগ প্রকাশ করেন তার আহ্বান জানানো হয়েছে চিঠিতে।চীনে হিউম্যান রাইটস ওয়াচের পরিচালক সোফি রিচার্ডসন বলেন, ক্রাইস্টচার্চ হামলার পর প্রধানমন্ত্রী আর্দান মুসলিমদের অধিকার রক্ষার জোরালো অবস্থান নিয়েছেন। চীনকে জনসম্মুখে এখানকার মুসলিমদের মানবাধিকারের প্রতি শ্রদ্ধা জানানোর আহ্বান জানিয়ে আর্দানের সেই একই নেতৃত্ব প্রদর্শন করা উচিত।
সূত্র: আন্দালু এজেন্সি
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.