সুপার-ঘূর্ণিঝড়-আম্পান!

  • ব্রেকিং নিউস

    যুক্তরাষ্ট্রে একই বিমানের সহ-পাইলট মা ও মেয়ে!



    যুক্তরাষ্ট্রের ডেল্টা এয়ারলাইনসের একটি বিমানের সহ-পাইলট হিসেবে দায়িত্ব পালন করছেন এক মা এবং তার মেয়ে। পাইলটের কক্ষে বসে থাকা এই অনুপ্রেরণাদায়ী মা ও মেয়ের ছবি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।গত মঙ্গলবার প্রকাশিত একটি প্রতিবেদনে এসব কথা জানায় ভারতীয় গণমাধ্যম এনডিটিভি। এতে বলা হয়, ছবিটি টুইটারে পোস্ট করেন পাইলট এবং এম্ব্রি-রিডল অ্যারোনটিক্যাল ইউনিভার্সিটির চ্যান্সেলর জন আর. ওয়াটরেট।

    তিনি ক্যাপশনে লেখেন, এটি কমবয়সী নারীদের জন্য অনুপ্রেরণা। এটি নিশ্চিতভাবে বিশ্বের সব নারী পাইলটদের জন্যও অনুপ্রেরণামূলক।যে বিমানের পাইলটের কক্ষ থেকে এই মা ও মেয়ের ছবি তোলা হয়, সেই বিমানটি চালিয়ে ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলস থেকে জর্জিয়ার আটলান্টায় যান তারা। ডেল্টা এয়ারলাইনস কর্তৃপক্ষের টুইটে বলা হয়, ফ্যামিলি ফ্লাইট ক্রু গোলস।

    টুইটটি প্রায় ৪১ হাজার জন লাইক করেছেন এবং এটি ১৬ হাজারেও বেশিবার রিটুইট হয়েছে।কিছু মানুষ অবশ্য খুব বেশি উত্তেজিত হননি এবং তাদের মতে, ছবিটিতে ‘অভিভাবক ও সন্তান’ ক্যাপশন দেয়া উচিত ছিল। একই পরিবারের সদস্যদের সহ-পাইলট হওয়া নিয়ে অনেকে আবার উদ্বেগ প্রকাশ করেছেন।

    No comments

    If you have any doubt, please let me know that with your valuable comments.

    পৃষ্ঠা

    সর্বশেষ খবর

    COVID-19 থেকে বাঁচার উপায় !