বনানীতে আগুনে আহত বিদেশি শ্রীলঙ্কান নাগরিক ইন্ডিকা মারসিলিং
রাজধানীর বনানীর ১৭ নম্বর রোডের এফ আর টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ডে আহত শ্রীলঙ্কান নাগরিকের পরিচয় জানা গেছে। আহত ওই ব্যক্তির নাম ইন্ডিকা মারসিলিং।সানওয়েল লজিস্টিক বাংলাদেশ সার্ভিসে কাজ করতেন তিনি।এফ আর টাওয়ারে আগুন লাগার পর ইন্ডিকা ভবনের দোতলা থেকে লাফ দেন । ৪৬ বছর বয়সী ইন্ডিকার ডান হাতে আঘাত লেগেছে। ভবনে অবস্থানকালে ধোয়ায় আক্রান্ত হয়ে শ্বাসকষ্ট বেড়ে যায় তার।
উদ্ধার করার পর ঢাকা মেডিকেল কলেজের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে আহত অবস্থায় তাকে ভর্তি করানো হয়েছে। এখন তিনি আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা।ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক আলাউদ্দিন জানান, শ্রীলঙ্কান নাগরিক ইন্ডিকা মারসিলিংয়ের ডান হাতে সামান্য কেটে গেছে। তিনি আশঙ্কামুক্ত। আমরা অবজারভেশনে রেখেছি।
বৃহস্পতিবার দুপুর ১২টা ৫৫ মিনিটের দিকে ভবনটির ৯ তলা থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরে এ আগুন ছড়িয়ে পড়ে পুরো ভবনে।ফায়ার সার্ভিসের ১৭টি ইউনিট কাজ করে যাচ্ছে। সেই সঙ্গে বিল্ডিংয়ের ওপর থেকে হেলিকপ্টার থেকে বালু ফেলে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালানো হচ্ছে।
এছাড়াও ল্যাডার ইউনিট (বহুতল ভবন থেকে উদ্ধারকারী সিঁড়ি) ও মোটরসাইকেল ইউনিটও উদ্ধারকাজে অংশগ্রহণ করেছে।কাঁচে ঘেরা পুরো ভবনটির বাইরে থেকে কাঁচ ভেঙে ফায়ার সার্ভিসের কর্মীরা ভেতরকার ধোয়া বের করছেন এবং ল্যাডার দিয়ে আটকে পড়া মানুষদের উদ্ধার করে নিচে নামিয়ে আনছেন।
ভবনের নিচে রাখা হয়েছে বেশ কয়েকটি অ্যাম্বুলেন্স। আহতের দ্রুত চিকিৎসা দেয়া হচ্ছে সেখানে।দুপুর ৩টা ৪০ মিনিটে এ প্রতিবেদন লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রেণে আসেনি। এ অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত ১ জন নিহত ও বেশ কয়েকজন হতাহতের কথা জানা গেছে।জানা গেছে, ভবনটিতে দ্যা ওয়েভ গ্রুপ, হেরিটেজ এয়ার এক্সপ্রেস, আমরা টেকনোলজিস লিমিটেড ছাড়াও অর্ধশতাধিক অফিস রয়েছে।
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.