আইপিএল শুরু শনিবার

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) চেন্নাইয়ে শুরু হবে শনিবার। শেষও চেন্নাইয়ে। ১২ মে চিদাম্বরম স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ২০১৯ আইপিএলের ফাইনাল।এই ধারণা অবশ্য ইএসপিএনক্রিকইনফোর। ভারতীয় ক্রিকেট বোর্ড মঙ্গলবার আইপিএলের আংশিক সূচি প্রকাশ করেছে। সূচি অনুযায়ী, দিনের ম্যাচ বাংলাদেশ সময় বিকেল ৪টা ৩০ এবং নৈশ ম্যাচ রাত ৮টা ৩০ মিনিটে শুরু হওয়ার কথা।
২৩ মার্চ চেন্নাইয়ে এবারের আইপিএলের প্রথম ম্যাচে মুখোমুখি হবে চেন্নাই সুপার কিংস ও রয়েল চ্যালেঞ্জার্স বাঙ্গালোর। পরের দিন সাকিব আল হাসানের সানরাইজার্স হায়দরাবাদ খেলবে কলকাতা নাইটরাইডার্সের মাঠ ইডেন গার্ডেনে।রোববার দিনের দ্বিতীয় ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের প্রতিপক্ষ দিল্লি ক্যাপিটেলস। এবারের আইপিএলে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি সাকিব আল হাসান সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলবেন। গতবার মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলা মোস্তাফিজুর রহমান এবার খেলছেন না আইপিএলে।
এবারের আইপিএলে দিল্লি ক্যাপিটেলসের বিশেষ উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন সৌরভ গাঙ্গুলী। দিল্লির কোচের দায়িত্ব পালন করবেন রিকি পন্টিং।
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.