সুপার-ঘূর্ণিঝড়-আম্পান!

  • ব্রেকিং নিউস

    স্যাটেলাইট আসলে কী?

    স্যাটেলাইট হলো একটি কৃত্রিম বস্তু যা তথ্য সংগ্রহের জন্য অথবা যোগাযোগের মাধ্যম হিসেবে পৃথিবী বা চাঁদ বা অন্য কোনো গ্রহের চারপাশে কক্ষপথে স্থাপন করা হয়। মনুষ্যনির্মিত হাজার হাজার স্যাটেলাইট পৃথিবীর কক্ষপথে ঘুরছে। এদের মধ্যে কোনোটি বিভিন্ন গ্রহের ছবি সংগ্রহ করে, কোনোটা আবহাওয়াবিদদের আবহাওয়ার পূর্বাভাস দেয়াসহ বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগের আভাস দিতেও সাহায্য করছে।
    কিছু স্যাটেলাইট অন্যান্য গ্রহ, সূর্য, কৃষ্ণবিবর বা দূরবর্তী ছায়াপথের ছবি নিতে কক্ষপথে ঘুরছে। এছাড়াও এমন কিছু উপগ্রহ রয়েছে যারা যোগাযোগের মাধ্যম হিসেবে মূলত ব্যবহার করা হয়; যেমন টিভি সিগন্যাল, বিশ্বজুড়ে ফোন কল এর সংযোগ স্থাপন ইত্যাদি কাজে ব্যবহার করা হয়। ২০টিরও অধিক স্যাটেলাইট ব্যবহার করা হয় জিপিএস সিস্টেমের কাজে। জিপিএস সিস্টেম আমাদের দৈনন্দিন জীবনে কী কাজে আসে সে কথা বিস্তারিত আমরা এখানে নাই বা বলি।
    স্যাটেলাইটের বার্ড আই ভিউ (পাখির মতো ভূ-পৃষ্ঠের অনেক ওপর থেকে দেখা) এর কারণে আমরা ওপর থেকে পৃথিবীর একটি বৃহৎ অংশ দেখতে পাই। এই কারণে ভূ-পৃষ্ঠে স্থাপিত কোনো যন্ত্রের চেয়ে অধিক দ্রুত এবং নিখুঁত তথ্য সংগ্রহ করতে পারে স্যাটেলাইট। এমনকি কোনো বস্তু পর্যবেক্ষণের ক্ষেত্রে স্যাটেলাইট টেলিস্কোপের চেয়ে অধিক কার্যকরী ভূমিকা পালন করে। স্যাটেলাইটকে এত ওপরে স্থাপনের মূল কারণ হলো যাতে মেঘ, ধুলাবালি কোন ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি না করতে পারে। স্যাটেলাইট স্থাপনের পূর্বে টিভি সিগন্যাল বেশি দূর যেতে পারত না। কারণ, টিভি সিগন্যাল সরলরেখা বরাবর কাজ করে। এখন টিভি সিগন্যাল, ফোন কল প্রথমে পৃথিবী থেকে স্যাটেলাইটে পাঠানো হয়। স্যাটেলাইট সিগন্যাল গ্রহণের পর তৎক্ষণাৎ সেটি আবার পৃথিবীতে আমাদের প্রত্যাশিত স্থানে ফেরত পাঠায়।
    স্যাটেলাইটের গঠন: স্যাটেলাইট বিভিন্ন আকৃতির হতে পারে। প্রত্যেক স্যাটেলাইটের ২টি সাধারণ অংশ থাকে: অ্যান্টেনা এবং শক্তির উৎস। অ্যান্টেনা তথ্য গ্রহণ ও সংগ্রহের কাজ করে থাকে। সোলার প্যানেল অথবা ব্যাটারি, উভয়েই শক্তির উৎস হিসেবে কাজ করতে পারে। নাসার স্যাটেলাইটে ক্যামেরা এবং কিছু সেন্সর লাগানো থাকে।
    স্যাটেলাইট কীভাবে পাঠানো হয়: কক্ষপথে স্যাটেলাইট স্থাপন করার জন্য আলাদা মহাশূন্য যান রয়েছে। একে বলা হয় ‘উৎক্ষেপণ যন্ত্র (Launch Vehicle)’। কক্ষপথে স্যাটেলাইট স্থাপনের ক্ষেত্রে যে বিষয়ে সবচেয়ে বেশি মাথা ঘামাতে হয়, তাহলো অভিকর্ষজ ত্বরণ এবং মহাশূন্য যানটির গতির সমতা রক্ষা করা। কারণ অভিকর্ষজ ত্বরণ আমাদের উৎক্ষেপণ যন্ত্রকে পৃথিবীর দিকে টানতে থাকে।
    দুই ধরনের উৎক্ষেপণ যন্ত্র রয়েছে- অপচয়যোগ্য রকেট এবং মহাশূন্য শাটল। অপচয়যোগ্য রকেটগুলো স্যাটেলাইট স্থাপন শেষে ধ্বংস হয়ে যায়। অপরদিকে মহাশূন্য শাটলগুলো স্যাটেলাইট স্থাপনের কাজে বারবার ব্যবহার করা যায়। উৎক্ষেপণ যন্ত্রের গতিবেগ উচ্চতার ওপর অনেকটা নির্ভর করে। কম উচ্চতার কক্ষপথে (Lwo Earth Orbit = LEO) এর বেগ ৭.৮ কি.মি./সেকেন্ড, বেশি উচ্চতার কক্ষপথে (Geostationary Earth Orbit =GEO) এর বেগ ৩.১ কিমি/সে। স্যাটেলাইটের প্রকারভেদ: কক্ষপথ এর ভিত্তি করে স্যাটেলাইট সিস্টেমকে কয়েক ভাগে ভাগ করা যায়।LEO ( Lwo Earth Orbit ) পৃথিবী পৃষ্ঠ থেকে ১৬০-২০০০ কি.মি. উপরে অবস্থিত।
    সাধারণত পৃথিবীকে পর্যবেক্ষণকারী স্যাটেলাইটগুলো এই কক্ষপথে থাকে। পৃথিবী পৃষ্ঠের খুব কাছে থাকায় এই কক্ষপথে থাকা স্যাটেলাইটগুলো পৃথিবীকে খুব ভালোভাবে পর্যবেক্ষণ করতে পারে। আন্তর্জাতিক স্পেস স্টেশন এই কক্ষপথে অবস্থিত। LEO ( Medium Earth Orbit) পৃথিবী পৃষ্ঠ থেকে ২০,০০০ কি.মি. ওপরে অবস্থিত। সাধারণত জিপিএস স্যাটেলাইটগুলো এই কক্ষপথে থাকে। এই কক্ষপথের স্যাটেলাইটগুলোর গতিবেগ মন্থর। এই স্যাটেলাইটগুলো পাঠাতে অনেক শক্তির প্রয়োজন হয়।
    GEO (Geostationary Earth Orbit)  পৃথিবী পৃষ্ঠ থেকে ৩৬,০০০ কি.মি. ওপরে অবস্থিত। এই কক্ষপথে অ্যান্টেনার অবস্থান নির্দিষ্ট থাকে। সাধারণত রেডিও এবং টিভির ট্রান্সমিশনের কাজে ব্যবহার করা হয়।
    স্যাটেলাইটের অন্যান্য ব্যবহার: স্যাটেলাইট খামারগুলোর ডিজিটাল মাপ তৈরি করে। ফলে কৃষকদের মাটির গুণাগুণ, ফসলের ফলন সম্পর্কে বিস্তারিত ধারণা দেয়। সড়ক দুর্ঘটনার কারণে প্রতি বছরই অনেক মানুষ মারা যায়। স্যাটেলাইটের মাধ্যমে আমরা বিভিন্ন সড়কের খুঁতগুলো বের করতে পারি। নগরায়ণের কাজে অনেক অনেক উপকারে আসে। এখন পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে নানাবিধ পণ্য আমদানি-রফতানি হয়। ঘরে বসেই এদের অবস্থান ট্র্যাক করতে স্যাটেলাইট আমাদের সাহায্য করে ।
    বাতাসের বেগ এবং বায়ু দূষণের পরিমাণ নির্ণয়ে স্যাটেলাইট আমাদের সাহায্য করে থাকে। প্রাকৃতিক দুর্যোগের পর ক্ষতিগ্রস্তদের সাহায্য করার কাজে স্যাটেলাইট সবচেয়ে বেশি কাজে আসে।

    No comments

    If you have any doubt, please let me know that with your valuable comments.

    পৃষ্ঠা

    সর্বশেষ খবর

    COVID-19 থেকে বাঁচার উপায় !