সুপার-ঘূর্ণিঝড়-আম্পান!

  • ব্রেকিং নিউস

    যে কারণে আইপিএলে ভুল আম্পায়ারিং হচ্ছে

    আম্পারিং,

    এবারের আইপিএলে ভুল আম্পায়ারিংয়ের ছড়াছড়ি। বিশেষ করে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও মুম্বাই ইন্ডিয়ানস ম্যাচে নজর এড়িয়ে যাওয়া নো বল কলুষিত করেছে লিগের পুরো আম্পায়ারিংকেই। এর কারণ হিসেবে ভারতীয় ক্রিকেট বোর্ডকে (বিসিসিআই) দায়ী করেছেন বোর্ডেরই ঊর্ধ্বতন কর্মকর্তা।


    গেল বৃহস্পতিবার রাতে মুম্বাইয়ের বিপক্ষে জিততে শেষ বলে ৭ রান দরকার ছিল বেঙ্গালুরুর। তবে লাসিথ মালিঙ্গার করা ওই বলে কোনো রান নিতে পারেননি স্ট্রাইকিং প্রান্তে থাকা শিভাম ডুবে। ফলে ৬ রানে ম্যাচ জিতে যায় রোহিত শর্মার দল।পরে টিভি রিপ্লেতে দেখা যায়, বল ছোঁড়ার সময় মালিঙ্গার পা দাগের চেয়ে প্রায় এক ইঞ্চি বাইরে ছিল। আম্পায়ারদের চোখ এড়িয়ে যাওয়ায় তা নো বল হয়নি।

    এ নিয়েই সৃষ্টি হয়েছে তুমুল বিতর্ক। ক্রিকেট সংশ্লিষ্ট সবাই প্রশ্ন তুলছেন। সোশ্যাল মিডিয়ায় বইছে সমালোচনার ঝড়। মুখ খুলেছেন খোদ বিসিসিআইয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা। তার দাবি, বোর্ডের উদাসীনতা ও সিস্টেমে ত্রুটির কারণেই আইপিএলে বাজে আম্পায়ারিং দেখা যাচ্ছে।ভারতের প্রভাবশালী সংবাদ সংস্থা আইএএনএসকে ওই বোর্ড কর্মকর্তা বলেন, যা দেখেছেন তা শুধু উপসর্গ, রোগ নয়। আম্পায়ার বাছাই কমিটিতে হস্তক্ষেপের কারণেই কমে গেছে ভারতের আম্পায়ারদের মান।

    তার ভাষ্য, আম্পায়ারদের বছরজুড়ে যাচাই করতে এর আগে কমিটিতে ছিলেন সাবেক আম্পায়ারদের প্যানেল। তারা স্বাধীনভাবে মূল্যায়ন করতে পারতেন। কিন্তু কমিটি অব অ্যাডমিনিস্ট্রেটর্স আসার পর সব ছুড়ে ফেলা হয়েছে। ভুল আগেও হতো কিন্তু এতটা না।তিনি বলেন, আম্পায়ার্স কমিটি না থাকা ও যথেষ্ট আম্পায়ারের অভাবে আইপিএলেও দৃশ্যমান ভুল হচ্ছে। ২০১৮-১৯ মৌসুমে কোনো আম্পায়ার্স কমিটি নেই। চলতি টুর্নামেন্টের শুরুতে ম্যাচ পরিচালনার জন্য পর্যাপ্ত আম্পায়ার ছিল না। যা চরম দুর্দশার কারণ। এ কারণে দ্রুত কিছু আম্পায়ার নামিয়ে দেয়া হয়েছে।

    No comments

    If you have any doubt, please let me know that with your valuable comments.

    পৃষ্ঠা

    সর্বশেষ খবর

    COVID-19 থেকে বাঁচার উপায় !