সন্ত্রাসবাদ দমনে জাতিসংঘের নতুন প্রস্তাব
সন্ত্রাসবাদ এখন গোটা বিশ্বের কাছেই মাথাব্যথার কারণ। আর তাই সন্ত্রাসবাদ রুখতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে গৃহীত হল নতুন প্রস্তাব। নিরাপত্তা পরিষদে বর্তমানে সভাপতিত্ব করছে ফ্রান্স। গত বৃহস্পতিবার তাদের পক্ষ থেকে আনা এই প্রস্তাবনা জাতিসংঘের নিরাপত্তা পরিষদে গ্রহণ করে বলা হয়েছে, এবার থেকে সন্ত্রাসবাদে অর্থ বিনিয়োগ বন্ধের জন্য চরম পদক্ষেপ করতে হবে। প্রতিটি দেশকে স্পষ্ট বার্তা দিয়ে সন্ত্রাসবাদ এখন গোটা বিশ্বের কাছেই মাথাব্যথার কারণ। আর তাই সন্ত্রাসবাদ রুখতে জাতিসংঘের নিরাপত্তা সতর্ক করা হয়েছে, সন্ত্রাসবাদে টাকা জোগানো কিংবা জঙ্গিগোষ্ঠীগুলিকে আর্থিকভাবে সাহায্য করা বন্ধ করতে হবে। প্রয়োজনে কোনো দেশ নিজের অভ্যন্তরীন আইনে পরিবর্তন আনতে পারে।
ওই প্রস্তাবে আরও বলা হয়েছে, গুরুতর অপরাধ বাদে টাকা জোগানো কিংবা জঙ্গিগোষ্ঠীগুলিকে আর্থিকভাবে সাহায্য করা বন্ধ করতে হবে। প্রয়োজনে কোনো দেশ নিজের অভ্যন্তরীন আইনে পরিবর্তন আনতে পারে। যাতে সংগঠিত হতে না পারে সেজন্য প্রত্যেকটি দেশের আইনকে আরও কড়া করতে হবে। জঙ্গিদের টাকার জোগান যারা দেয় তাদের খুঁজে বের করা খুব জরুরি। এই খাতে কেউ কোনো আর্থিক সাহায্য পাচ্ছে কিনা জানতে পৃথক প্রতিষ্ঠান গঠনের কথাও বলা হয়েছে। সর্বসম্মতভাবেই ফ্রান্সের প্রস্তাব নিরাপত্তা পরিষদ গ্রহণ করা হয়েছে।
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.