সুপার-ঘূর্ণিঝড়-আম্পান!

  • ব্রেকিং নিউস

    রাতে জন্মানো শিশুরা যেমন হয়

    রাতে জন্মানো শিশুরা যেমন হয়


    শিশুর মা যদি খুব দুশ্চিন্তা এবং উদ্বেগে ভোগেন, অথবা বাবা-মায়ের মধ্যে বোঝাপড়া ভালো নয়, তখন এই সমস্যাগুলো শিশুটির মধ্যে বৃদ্ধি পেতে থাকে। আবার যেসব শিশু রাতে জন্মায় তারা বাবার তুলনায় মাকে বেশি ভালবাসে। তারা খুব ভাবুক এবং কল্পণাপ্রবণ হয়। যে কারণে শিল্পকলার প্রতি, বিশেষত গান এবং চিত্রকর্মের দিকে এদের আলাদাই একটা টান থাকে। 
    এসব শিশু বড় হলেও তাদের ছোট ছোট বিষয়ের দিকে নজর থাকে, বিশেষত যখন সিদ্ধান্ত নেয়ার সময় আসে, তখন তারা পুঙ্খানুপুঙ্খ বিষয় বিশ্লেষণ করে তবেই শেষ সিদ্ধান্ত নেয়। এরা খুব আত্মবিশ্বাসী হয়। দিনের বেলায় খুব একটা স্বাচ্ছন্দ্যবোধ করে না এসব শিশু। রাতে তারাই বেশি সক্রিয় থাকে। 
    রাতের বেলা যারা জন্মায় তারা খুব উৎসাহপ্রবণ এবং ভোলা মনের হন। তবে তাদের বন্ধুভাগ্যও বেশ ভালো। তাদের মধ্যে সমালোচকও হয়ে উঠার প্রবণতাও দেখা যায়। চারপাশের মানুষদের কী ঘটছে সে বিষয়েও তাদের খুব নজর থাকে।

    No comments

    If you have any doubt, please let me know that with your valuable comments.

    পৃষ্ঠা

    সর্বশেষ খবর

    COVID-19 থেকে বাঁচার উপায় !