সুপার-ঘূর্ণিঝড়-আম্পান!

  • ব্রেকিং নিউস

    এবার আইপিএলের পিচ নিয়ে বিতর্ক তুঙ্গে

    আইপিএল,

    বিতর্ক পিছু ছাড়ছে না এবারের আইপিএলের। রবিচন্দ্রন অশ্বিনের মানকাড বিতর্কের পর উত্তাপ ছড়িয়েছে স্লেজিং। সেই রেশ না কাটতেই পিচ নিয়ে বিতর্ক তুঙ্গে।আইপিএলে দ্বাদশ আসরের শুরুর দিন থেকেই চলছে পিচ নিয়ে বিতর্ক। উদ্বোধনী ম্যাচে চেন্নাই সুপার কিংস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর খেলা শেষে প্রশ্ন ওঠে এম এ চিদম্বরম স্টেডিয়ামের পিচ নিয়ে।

    প্রথমে ব্যাট করতে নেমে মাত্র ৭০ রানে অলআউট হয়ে যায় বেঙ্গালুরু। এ রান তুলতে গিয়ে চেন্নাইও ৩ উইকেট হারিয়ে ফেলে। ম্যাচের পর চেন্নাই অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি এবং বেঙ্গালুরু ক্যাপ্টেন বিরাট কোহলি দুজনই বলেন, যেরকম আশা করেছিলেন সেরকম পিচ ছিল না। সাবেক অস্ট্রেলীয় ওপেনার ম্যাথু হেইডেন মন্তব্য করেন, এ পিচ ছিল 'নিম্ন মানের'।পরের কয়েকটি ম্যাচেও তুলনামূলক কম রানে উঠেছে। ফলে 'নিম্ন মানের' পিচ নিয়ে বিতর্ক চলছেই। অবশেষে টনক নড়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই)। পিচ বিতর্ক সামলাতে এবার মাঠে নেমেছে বোর্ড।

    অবশ্য প্রথম ম্যাচে পিচ নিয়ে প্রশ্ন ওঠার পরই আইপিএল ফ্র্যাঞ্চাইজিদের সতর্ক করে দেয় বিসিসিআই। জানিয়ে দিয়েছিল, স্পোর্টিং উইকেট তৈরি করতে হবে।ভারতীয় সংবাদ সংস্থা আইএএনএস জানিয়েছে, বিসিসিআই সাধারণত আইপিএলের পিচ নিয়ে নাক গলায় না। ফ্র্যাঞ্চাইজির স্বাধীনতা থাকে এ ব্যাপারে সিদ্ধান্ত নেয়ার। তবে বোর্ড মনে করছে, পিচের সুবিধা ব্যাটসম্যান কিংবা বোলার- যেকোনো একপক্ষ পেতে পারেন না।

    No comments

    If you have any doubt, please let me know that with your valuable comments.

    পৃষ্ঠা

    সর্বশেষ খবর

    COVID-19 থেকে বাঁচার উপায় !