খাশোগি হত্যাকাণ্ড; বিচারের মান নিয়ে প্রশ্ন জাতিসংঘের!
সৌদি সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডের বিচারিক কার্যক্রমের আন্তর্জাতিক মান নিয়ে প্রশ্ন তুলেছে জাতিসংঘ।একইসঙ্গে পর্যবেক্ষকদের উপস্থিতিতে জনাকীর্ণ আদালতে জড়িতদের বিচারকার্য পরিচালনার জন্য সৌদি আরবের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘের বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বিষয়ক বিশেষদূত অ্যাগনেজ ক্যাল্লামার্ড।
সৌদি আরবের বর্তমান বিচারিক প্রক্রিয়ায় সন্দেহভাজনদের বিচার করা হলে আন্তর্জাতিক সম্প্রদায় তা মেনে নেবে না বলেও সতর্ক করেন তিনি। এদিকে, সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডের ঘটনায় গত বছরের নভেম্বরে সন্দেহভাজন হিসেবে ১১ ব্যক্তিকে আটক করে সৌদি প্রশাসন। এরমধ্যে হত্যাকাণ্ডে জড়িত থাকার দায়ে পাঁচজনকে মৃত্যুদণ্ড দেয়া হয়।
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.