হঠাৎ পদত্যাগের ঘোষণা দিলেন কাজাখাস্তানের প্রেসিডেন্ট
পদত্যাগের ঘোষণা দিয়েছেন ৭৮ বছর বয়সী কাজাখাস্তানের প্রেসিডেন্ট নুরসুলতার নাজারবায়েভ। টানা কয়েকবছর ক্ষমতায় থাকার পর হঠাৎ মঙ্গলবার ( ১৯ মার্চ) টেলিভিশনে প্রচারিত এক ভাষণে তিনি এই পদত্যাগের ঘোষণা দেন। টেলিভিশন ভাষণের পর এক ডিক্রিতে স্বাক্ষর করে আগামী ৩০ মার্চ দায়িত্ব ছাড়ার কথা জানিয়েছেন নাজারবায়েভ। তিনি জানান, নতুন নির্বাচন অনুষ্ঠানের আগে অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করবেন পার্লামেন্টের উচ্চ কক্ষের স্পিকার কাসিম-জমারত তোকায়েভ।
১৯৮৯ সাল থেকেই তেল-সমৃদ্ধ কাজাখাস্তানের নেতৃত্ব দিয়ে আসছেন নাজারবায়েভ। ২০১৫ সালে পঞ্চমবারের মতো পাঁচ বছর মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হন নাজারবায়েভ।
সূত্র- আলজাজিরা
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.