সুপার-ঘূর্ণিঝড়-আম্পান!

  • ব্রেকিং নিউস

    দুই বিয়ে না করলেই যাবজ্জীবন জেল

    01554001820bride-865X360-1201-800x333

    আফ্রিকার দেশ এরিত্রিয়ায় পুরুষদের দুইটি বিয়ে করার জন্য আইন জারি করা হয়েছে। এক্ষেত্রে কোনো পুরুষ বা নারী এই সিদ্ধান্তে আপত্তি করে, তা হলে শাস্তি হবে যাবজ্জীবন জেল। এমনই আজব আইনে সিলমোহর দিল এরিত্রিয়া সরকার।

    মুসলিম দেশগুলির মধ্যে এরিত্রিয়াতেই শুধুমাত্র এমন আজব আইন জারি করা হয়েছে। ধর্মীয় আইনের মাধ্যমে এই নির্দেশকে মান্যতা দিলেন গ্র্যান্ড মুফতি।সরকারি সূত্রে জানানো হয়েছে, দেশে পুরুষের আকাল পড়েছে। এর আগে দীর্ঘদিন ইথিওপিয়ার সঙ্গে যুদ্ধের কারণে অনেক পুরুষ হারিয়েছে এরিত্রিয়া। ক্রমশ পুরুষশূন্য হয়ে পড়ছে এই দেশ। তাই দেশের স্বার্থেই এই আইন বলবৎ করল সরকার।

    No comments

    If you have any doubt, please let me know that with your valuable comments.

    পৃষ্ঠা

    সর্বশেষ খবর

    COVID-19 থেকে বাঁচার উপায় !