সুপার-ঘূর্ণিঝড়-আম্পান!

  • ব্রেকিং নিউস

    প্রধানমন্ত্রীর নিকট ডিএনসিসি মার্কেট ব্যবসায়ীদের দাবি

    সংবাদ সম্মেলনে সমিতির নেতারা


    আগুনে পুড়ে যাওয়া মার্কেট দ্রুত সংস্কার করতে গুলশান ১নং ডিএনসিসি কাঁচা ও সুপার মার্কেটের ব্যবসায়ীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলামের কাছে দাবি জানিয়েছেন।রোববার দুপুর পৌনে ১২টায় গুলশানের ডিএনসিসি মার্কেটের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে সমিতির নেতারা এ দাবি করেন।

    সংবাদ সম্মেলনে সমিতির সভাপতি দীন মোহাম্মদ বলেন, আমরা ব্যবসায়ীরা সবকিছু হারিয়ে নিঃস্ব। সামনে ঈদ আসছে যদি আগামী ১৫ দিনের মধ্যে ডিএনসিসি মার্কেটে ব্যবসা করার উপযোগী করা না হয়, তাহলে আমাদের না খেয়ে মরতে হবে। তাই অনুরোধ করব, স্থায়ী বা অস্থায়ী যেভাবেই হোক, আমাদের দ্রুত ব্যবসা করার সুযোগ করে দিতে হবে।

    তিনি বলেন, ২০১৭ সালে ডিএনসিসি মার্কেটে আগুন লাগার পর প্রয়াত সাবেক মেয়র আনিসুল হক ছয় মাসের মধ্যেই স্থায়ী সমাধান করার কথা বলেছিলেন। কিন্ত তা করা হয়নি। পরে অস্থায়ীভাবে ২১১ কোটি টাকা খরচ করে ২১১ জনকে ব্যবসা করার সুযোগ দেয়া হয়।তিনি আরও বলেন, প্রয়াত মেয়র আনিসুল হক পুড়ে যাওয়া ডিএনসিসি মার্কেটটি বহুতল ভবন করতে চেয়েছিলেন, কিন্তু আমরা দেইনি, একথা মোটেও সঠিক নয়। আমরা এখনো বলছি, উঁচু ভবন করতে আমাদের কোনো আপত্তি নাই, আমরা কখনো না করিনি।

    এ সময় সংবাদ সম্মেলনে ডিএনসিসি কাঁচা ও সুপার মার্কেট সমবায় সমিতি লিমিটেডের নেতারা উপস্থিত ছিলেন।

    No comments

    If you have any doubt, please let me know that with your valuable comments.

    পৃষ্ঠা

    সর্বশেষ খবর

    COVID-19 থেকে বাঁচার উপায় !