সুপার-ঘূর্ণিঝড়-আম্পান!

  • ব্রেকিং নিউস

    হাসতে নেই মানা!

    ২৭ মার্চ: হাসতে নেই মানা
    * জোকস-১
    এক মেয়ে তার ছেলে ফ্রেন্ড কে বলছে-
    মেয়ে: তোরা সব ছেলে একই রকম!
    ছেলে: কেন, কী হয়েছে?
    মেয়ে: ওই দেখ না, যতগুলো ছেলের সাথে প্রেম করি সবাই আমাকে সন্দেহ করে!
    * জোকস-২
    স্ত্রী: কাল তুমি পাশের বাসার ভাবির সঙ্গে সিনেমা দেখতে গেলে কেন?
    স্বামী: কী করবো বলো, আজকাল যে সিনেমাগুলো হয়, সেগুলো কি পরিবার নিয়ে দেখা যায়?
    * জোকস-৩
    একটি শিশু ও পাশের বাড়ির মেয়ের কথোপকথন-
    শিশু: দিদি তোমার পেটটা এত বড় কেন?
    মেয়ে: এতে আমার আদরের সন্তান আছে তো তাই।
    শিশু: খুব আদরের?
    মেয়ে: হ্যাঁ, ভীষণ আদরের।
    শিশু: এতোই যদি আদরের তাহলে তাকে খেয়ে ফেলেছো কেন?

    No comments

    If you have any doubt, please let me know that with your valuable comments.

    পৃষ্ঠা

    সর্বশেষ খবর

    COVID-19 থেকে বাঁচার উপায় !