ইরানে ভয়াবহ বন্যায় ১৯ জনের প্রাণহানি!
ইরানের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় ফার্স প্রদেশের শিরাজ শহরে ভয়াবহ বন্যায় কমপক্ষে ১৯ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন শতাধিক। এদিকে বন্যায় ১০০ এর বেশি বাড়ি ক্ষতিগ্রস্থ হয়েছে। এছাড়া বন্যার পানিতে ভেসে গেছে শত শত গাড়ি।দেশটির শিরাজ শহরের দারভজে কুরআন এলাকায় এ হতাহতের ঘটনা ঘটেছে। দেশটির সংবাদমাধ্যম জানানো হয়েছে, বন্যায় হতাহতদের বেশিরভাগই ফারসি নববর্ষের ছুটিতে শিরাজ শহরে বেড়াতে এসেছিলেন। প্রত্যক্ষদর্শীরা বলেন, অনেকে মোবাইলের বন্যার পানির ছবি তুলতে গিয়ে ভেসে যান।
শিরাজ শহরের দারভজে কুরআন এলাকা ছাড়া দেশটির ঐতিহ্যবাহী ওয়াকিল বাজার এলাকাও বন্যার কবলে পড়েছে। বন্যাকবলিত এলাকায় ত্রাণ তৎপরতা ছাড়াও উদ্ধার কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।দেশটির আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী কয়েকদিন দেশটিতে টানা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। এতে করে তেহরানসহ দেশের আরও ১২টি প্রদেশে বন্যা হতে পারে বলে সতর্কতা জারি করা হয়েছে।
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.