সুপার-ঘূর্ণিঝড়-আম্পান!

  • ব্রেকিং নিউস

    লন্ডনে কিশোরকে শ্বেত জঙ্গির ছুরিকাঘাত, তদন্ত শুরু

    লন্ডনে কিশোরকে শ্বেত জঙ্গির ছুরিকাঘাত, তদন্ত শুরু

    লন্ডনের শহরতলি শুরিতে সড়ক ধরে একটি বেসবল ব্যাট ও ছুরি হাতে মুসলিমবিদ্বেষী বক্তব্য উগড়ে দিতে দিতে হেঁটে যাচ্ছেন এক প্রৌঢ়। চিৎকার করে বলতে থাকেন, সব মুসলমানকে অবশ্যই মরতে হবে। পরে এক কিশোরকে ছুরিকাঘাতে আহত করেন তিনি। হিথ্রো বিমানবন্দরের কাছে স্ট্যানওয়ালে ভিওলা অ্যাভিনিউর প্রতিবেশীরা বলেন, রোববার রাতে ওই প্রৌঢ় শ্বেতাঙ্গ শ্রেষ্ঠত্ববাদী নীতি আওড়াতে আওড়াতে যাচ্ছিলেন। এর পরই টেসকো গাড়ি পার্কের কাছে এক কিশোরকে ছুরিকাঘাত করেন।

    এ সময় ওই কিশোরকে তিনি জিজ্ঞাসা করেন, তুমি মরতে চাও? ভালো, তুমি মরতে যাচ্ছ।আঘাত কিশোরটির জন্য প্রাণঘাতী না হলেও সে এখনও হাসপাতালেই রয়েছে। আর হামলাকারীর শ্বেতাঙ্গ জঙ্গিকে আটক করা হয়েছে।ব্রিটিশ প্রধানমন্ত্রী তেরেসা মে এ হামলার নিন্দা জানিয়েছেন। সন্ত্রাসী ঘটনাকে ভালোভাবে সামাল দেয়ায় জরুরি বিভাগকেও ধন্যবাদ জানিয়েছেন তিনি।ব্রিটিশ পুলিশ জানিয়েছে, লন্ডনে উগ্রপন্থায় উৎসাহিত হয়ে এই ছুরি হামলার ঘটনায় সন্ত্রাসবাদের তদন্ত চালাচ্ছে পুলিশ।

    দেশটির সন্ত্রাসবিরোধী পুলিশ জানিয়েছে, হত্যাচেষ্টার অভিযোগে ৫০ বছর বয়সী এক প্রৌঢ়কে আটক করা হয়েছে। শনিবার শুরি এলাকার ওই ঘটনায় জনশৃঙ্খলায় জাতিগত বিদ্বেষ তীব্রতর করেছে।সন্ত্রাসবিরোধী পুলিশের প্রধান নীল বসু বলেন, তদন্ত একেবারে শুরুর পর্যায়ে। এটি সন্ত্রাসী তৎপরতার একটি দৃষ্টান্ত। উগ্রবাদীদের উৎসাহে এমনটি করা হয়েছে। আর এ জন্য এটি সন্ত্রাসবাদী ঘটনা হিসেবে বর্ণনা করা হয়েছে।তিনি বলেন, উগ্রবাদী বিষাক্ত মতবাদের মোকাবেলা করে যাচ্ছে পুলিশ, যা জননিরাপত্তার হুমকি হিসেবে বিবেচনা করা হচ্ছে।

    পুলিশ জানায়, একটি বেসবল ব্যাট হাতে নিয়ে যখন ওই ব্যক্তি রাস্তা ধরে হেঁটে যাচ্ছিলেন, তখন তিনি বর্ণবাদী গালাগাল করছিলেন। এর পরেই ১৯ বছর বয়সী একটি কিশোরকে ছুরিকাঘাত করা হয়েছে।

    সূত্র- -ডেইলি মেইল ও এএফপি

    No comments

    If you have any doubt, please let me know that with your valuable comments.

    পৃষ্ঠা

    সর্বশেষ খবর

    COVID-19 থেকে বাঁচার উপায় !