গাজায় হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরাইল!
অবৈধ রাষ্ট্র ইসরাইলে অজ্ঞাত প্রতিরোধ যোদ্ধাদের রকেট হামলায় সাতজন আহত হয়েছেন। তবে এ হামলা কে চালিয়েছে তার দায় কেউ স্বীকার করে নি। এটা হামাস, ইসলামী জিহদ, ফাতাহ বা হিজবুল্লাহও করতে পারে।তবে যেই হামলা করুক না কেন দায় হামাসের উপরেই পড়বে তা সবার জানা ।
এ হামলার ঘটনায় ওয়াশিংটনে থাকা নেতানিয়াহু তার সফর সংক্ষিপ্ত করেছেন। নেতানিয়াহু আরও বলেন, আমি কয়েক ঘণ্টার মধ্যে রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করব এবং এর পরপরই আমি ইসরাইলে ফিরে আসব অপারেশন পরিচালনার জন্য। তিনি বলেন, দ্রুতই এ হামলার জবাব দেয়া হবে।
নেতানিয়াহু গতকাল রোববার যুক্তরাষ্ট্র সফরে যান। ইসরাইলে আগামী ৯ এপ্রিল ভোট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ নিয়ে ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করতে যান তিনি।
সোমবার সকালে উত্তর তেলআবিবে হামলার ঘটনায় ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছেন- হামাস ইসরাইলে হামলা চালিয়েছে। ইসরাইলি পুলিশ জানায়, ধ্বংস হওয়া বাড়ি থেকে হামলকারীদের অবস্থান ২০ কিলেমিটার দূরে। তবে যার বাস্তাব কোন তথ্য প্রমান তাদের কাছে নেই। গত সপ্তাহের শেষের দিকে গোলান মালভূমি ইসরাইল অধিগ্রহণ করার পরই দেশটিতে এ হামলা চালানো হয়।তবে বিশেষজ্ঞরা বলছেন, এই গোলান মালভূমির দখলদারিত্বের মনোযোগ অন্যদিকে ঘুরানোর জন্যই ইসরাইল এ হামলার মিথ্যা নাটক করছে । নির্বাচনে ভাল ফলাফল করতে নেতা নেয়াহুর এটি ষড়যন্ত্র হতে পারে। তাছাড়া দুবছর অন্তর অন্তর গাজায় অভিযানের অংশ হিসেবে এ ধরনের ন্যক্কার জনক হামলা দখলদার ইসরাইল নিজ নাগরিকের উপর করতে পারে।
অামেরিকা সফররত নেতানিয়াহু বলেন, হামলার ঘটনায় আমি আমার যুক্তরাষ্ট্র সফর সংক্ষিপ্ত করেছি। তিনি এটি 'গুরুতর হামলা' বলে উল্লেখ করেন। তিনি আরও বলেন, ইসরাইল দ্রুত এ হামলার জবাব দেবে।
সূত্র: রয়টার্স ও এএফপি
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.