Wednesday, July 30.

সুপার-ঘূর্ণিঝড়-আম্পান!

বাণী চিরন্তনী


যুগে যুগে মনীষী, পণ্ডিত, দার্শণিকগণ সমাজ, সংস্কৃতি থেকে নিয়ে জীবনঘনিষ্ঠ অনেক বক্তব্য দিয়ে গেছেন, যেগুলোকে আমরা বাণী চিরন্তনী বলে জানি। আজ এমন কজন বিখ্যাত ও প্রতিষ্ঠিত ব্যাক্তিত্বের বাণী দেয়া হলো:
* ভালবাসা একটি সাময়িক সমাধি - প্লেটো
* প্রেমের আনন্দ থাকে শুধু সল্পক্ষন প্রমেরব্যাদনা থাকে সমস্ত জীবন - রবীন্দ্রনাথ
* ভালবাসার জন্য যার পতন হয়, বিধাতারকাছে সে আকাশের উজ্জল তারার মত উজ্জল ।- বেন জনসন
* যৌবনে যার প্রেম এলোনা তার জীবন বৃথা - শংকর।
* প্রেম হল অগ্নির মত যার শুরু আগুন দিয়ে শেষ পরিণতি ছাইয়েতে। - বানার্ড'শ।
* ভালবাসা তালাবদ্ধ হৃদয়ের দরজা মূহুর্তে খুলে দেয়। - টমাস।

image-49429-1526477263


যুগে যুগে মনীষী, পণ্ডিত, দার্শনিকগণ সমাজ, সংস্কৃতি থেকে নিয়ে জীবনঘনিষ্ঠ অনেক বক্তব্য দিয়ে গেছেন, যেগুলোকে আমরা বাণী চিরন্তনী বলে জানি। আজ এমন কজন বিখ্যাত ও প্রতিষ্ঠিত ব্যাক্তিত্বের বাণী দেয়া হলো:
* অনেক লোকই দিনে অন্তত পাঁচবার মুখ ধোয়, কিন্তু পাঁচ বছরেও একবার অন্তর ধোয়ার কথা চিন্তা করেনা। ইবরাহিম আদহাম
* ক্রোধ মনুষ্যত্ব্বের আলোকশিখা নির্বাবিত করিয়া দেয় -ইমাম গাজ্জালি
* যতদিন লেখাপড়ার অভ্যাস থাকে ততদিনই মানুষ আলেম থাকে। আর যখনই ধারণা জন্মিয়া যায় যে , আমি আলেম হইয়া গিয়াছি তখনই মুর্খতা তাকে ঘিরিয়া ধরে। - ফারাবি
* পরশ্রীকাতর ও লোভী ব্যক্তি কখনো শান্তি পায় না। - রাবেয়া বসরী
* প্রবৃত্তিকে তোমার অধীন করো, অন্যথায় প্রবৃত্তিই তোমাকে অধীন করিয়া লইবে। - বুসতি
* শক্তির দ্বারা যে আনুগত্য লাভ হয় তা ক্ষনস্থায়ী, আর ভালবাসার মাধ্যমে যে আনুগত্য অর্জিত হয় তাই চিরস্থায়ী থাকে। - ইবনে জরীর
* ছোটদের সঙ্গে সন্তানের ন্যায়, বড়দের সঙ্গে পিতার ন্যায় এবং সমবয়স্কদের সঙ্গে ভাই এর ন্যায় আচরণ করার নামই ন্যায়বিচার। - ইমাম জাফর সাদেক
* সততা এবং ন্যায়পরায়নতা আল্লাহর রাহে কুরবানি করার চাইতেও অনেক বেশী পুণ্যের কাজ। - হযরত সোলায়মান আঃ
* সবচেয়ে গরীব সেই ব্যক্তি, যে বিদ্যা থেকে বঞ্চিত।- হযরত মুয়াবিয়া রাঃ




No comments

If you have any doubt, please let me know that with your valuable comments.

পৃষ্ঠা

সর্বশেষ খবর

COVID-19 থেকে বাঁচার উপায় !

CovidUpdated1