নিউজিল্যান্ডের সেই ভিডিও শেয়ার করলে ৮ লাখ টাকা জরিমানা, ১৪ বছর জেল
নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ শহরের মসজিদে সন্ত্রাসী হামলার ভিডিও শেয়ার কিংবা ভিডিওটি যেকোনো উপায়ে সংরক্ষণের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে দেশটির কর্তৃপক্ষ। খবর ডেইলি মেইলের।
এমনকি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমসহ যেকোনো মাধ্যমে শেয়ার করে ছড়িয়ে দিলে ১০ হাজার মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় ৮ লাখ ৪৩ হাজার ৮৮০ টাকা জরিমানা এবং ১৪ বছরের কারাদণ্ডের বিধান করেছে দেশটির সরকার।
দেশটির প্রাইভেসি কমিশনার জন এডওয়ার্ডস এ ঘোষণা দিয়েছেন। সূত্র- ডেইলি মেইল
উল্লেখ্য, গত শুক্রবার (১৫ মার্চ) হত্যা করে অস্ট্রেলিয়ান নাগরিক উগ্র শ্বেতাঙ্গ জঙ্গি ব্রেনটন ট্যারেন্ট ক্রাইস্টচার্চের দুটি মসজিদে বন্দুক হামলা চালায় অার তাতে ৫০ জন মুসল্লি শহীদ হন। । এ সময় ওই হত্যাযজ্ঞ ফেসবুকে লাইভস্ট্রিম করেন ওই হামলাকারী, যা মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.