সুপার-ঘূর্ণিঝড়-আম্পান!

  • ব্রেকিং নিউস

    বায়তুল মোকাররমে হবে ১৭০ ফুট উঁচু মিনার

    বায়তুল মোকাররমে হবে ১৭০ ফুট উঁচু মিনার

    জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সৌন্দর্য বৃদ্ধিকরণ ও সম্প্রসারণের উদ্দেশে ২ হাজার ৭০৫ লাখ টাকার একটি প্রকল্প গ্রহণ করা হয়েছে।রোববার (৩ মার্চ) জাতীয় সংসদে নিজাম উদ্দিন হাজারীর প্রশ্নের জবাবে এ তথ্য দেন ধর্মমন্ত্রী অ্যাডভোকেট শেখ মো. আবদুল্লাহ।

    তিনি বলেন, বায়তুল মোকাররমের সম্প্রসারণে এক প্রকল্প হাতে নেয়া হয়েছে। এ প্রকল্প বাস্তবায়ন হলে মসজিদে একত্রে ৫ হাজার ৬০০ জন নারী নামাজ পড়তে পারবেন। ৩৫ হাজার পুরুষ এখানে একসঙ্গে নামাজ পড়তে পারবেন।এছাড়াও ১৭০ ফুট বিশিষ্ট একটি সুউচ্চ মিনার নির্মাণ করা হবে বলে জানান তিনি।এসময় বর্তমানে প্রতিটি জেলা ও উপজেলায় একটি করে মোট ৫৬০টি মডেল মসজিদ নির্মাণ ও ইসলামিক সংস্কৃতিক কেন্দ্র স্থাপনের পরিকল্পনা রয়েছে বলেন জানান ধর্মমন্ত্রী।

    মোহাম্মদ সাহিদুজ্জামানের এক প্রশ্নের জবাবে ধর্মমন্ত্রী বলেন, প্রকল্পটি বাস্তবায়ন শুরু হলে প্রত্যেক সংসদ সদস্যের চাহিদার বিনিময়ে একটি করে মডেল মসজিদ নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হবে।

    No comments

    If you have any doubt, please let me know that with your valuable comments.

    পৃষ্ঠা

    সর্বশেষ খবর

    COVID-19 থেকে বাঁচার উপায় !