অস্ট্রেলিয়ায় পর্যটন দ্বীপে ডুবে জাপানি দুই ছাত্রের মৃত্যু
অস্ট্রেলিয়ার পূর্বাঞ্চলীয় এক জনপ্রিয় পর্যটন দ্বীপে জাপানি দুই ছাত্র ডুবে মারা গেছে। তাদের বয়স ১৬ বছর। শনিবার দেশটির পুলিশ এ কথা জানিয়েছে।ছেলে দুটির নিখোঁজ হওয়ার কথা জেনে শুক্রবার রাতে কুইন্সল্যান্ড রাজ্যের অদূরে লেক ম্যাকেনজির কাছে বিশ্ব ঐতিহ্য তালিকাভূক্ত ফ্রাসের পর্যটন দ্বীপে এক জরুরি তল্লাশি ও উদ্ধার অভিযান চালানো হয়। শনিবার সকালে পুলিশ লাশ দুটি সনাক্ত করে।পুলিশ পরিদর্শক টনি ক্লাউস শনিবার সাংবাদিকদের বলেন, ‘এটি অত্যন্ত হৃদয় বিদারক ঘটনা তাতে সন্দেহ নেই। তাদের ডুবে যাওয়ার পারিপার্শ্বিক পরিস্থিতি সম্পর্কে তাৎক্ষণিকভাবে সন্দেহজনক কিছু বোঝা যাচ্ছে না। তবে বিস্তারিত তদন্ত প্রতিবেদন করা হলে বিষয়টি সম্পর্কে আরও জানা যাবে।'
‘অস্ট্রেলিয়ায় জলসীমায় নামার আগে সকলেরই তাদের সাঁতারে কতটুকু দক্ষতা সে সম্পর্কে সচেতন থাকা দরকার’ উল্লেখ করে তিনি আরও বলেন, ‘এদেশে পানিতে নামার ক্ষেত্রে যে সব ঝুকি রয়েছে সে সম্পর্কে সাবধান থাকতে হবে।’
টনি বলেন, ছেলে দুটির পরিবারকে তাদের মৃত্যুর খবর জানানো হয়েছে এবং কর্তৃপক্ষ সহযোগিতার জন্য জাপানের কনসুলেটদের সঙ্গে কাজ করে যাচ্ছে।বিশ্বের দীর্ঘতম বালুদ্বীপ ফ্রাসের,পর্যটকদের কাছে অত্যন্ত প্রিয় এই সাগর তীর বন্য কুকুরের জন্য বিখ্যাত।
সূত্র- এএফপি
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.