আফগানিস্তানের ভাইস প্রেসিডেন্টের ওপর হামলা
আফগানিস্তানের ভাইস প্রেসিডেন্ট জেনারেল আবদুল রশিদ দোস্তুমের গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিনি বেঁচে গেলেও তার একজন দেহরক্ষী নিহত ও দুইজন আহত হয়েছেন।বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে, দেশটির বালখ প্রদেশে এ হামলার ঘটনা ঘটেছে।তবে এটাই প্রথম নয় গত বছরের জুলাইতে জেনারেল আবদুল রশিদকে প্রথমবার হত্যার চেষ্টা করা হয়। সেসময় রাজধানী কাবুলের বিমানবন্দরে তিনি অবতরণ করার পরপরই আত্মঘাতী বোমা হামলা চালানো হয় যাতে ১৪ জন নিহত হয়েছিল।
আফগানিস্তানের ভাইস প্রেসিডেন্ট আবদুল রশিদ দোস্তুম ২০১৪ সালে আফগান সরকারের যোগ দেন। আফগানিস্তানের সরকার থেকে ২০০১ সালে যখন তালেবানকে বিতাড়িত করা হয় তিনি তখন যুক্তরাষ্ট্রকে সমর্থন দেন।
সূত্র- বিবিসি
Bangladeshi Taka Converter
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.