সুপার-ঘূর্ণিঝড়-আম্পান!

  • ব্রেকিং নিউস

    হাসতে নেই মানা

    ৩১ মার্চ: হাসতে নেই মানা
    * জোকস-১
    স্বামী: হ্যালো, তুমি কই?
    স্ত্রী: বাসায়।
    স্বামী: ঠিক তো?
    স্ত্রী: হ্যাঁ!
    স্বামী: ব্লেন্ডার অন করো।
    স্ত্রী ব্লেন্ডার অন করলো। স্বামী: ওকে ডার্লিং, লাভ ইউ।
    অন্য একদিন-
    স্বামী: হ্যালো, তুমি কই?
    স্ত্রী: বাসায় জানু।
    স্বামী: ঠিক তো?
    স্ত্রী: হ্যাঁ! ঠিক।
    স্বামী: ব্লেন্ডার অন করো।
    স্ত্রী ব্লেন্ডার অন করলো। স্বামী: ওকে জানু, লাভ ইউ।
    এর পরদিন স্বামী হঠাৎ করে না জানিয়ে বাসায় এলো। এসে দেখে বাসায় শুধু তাদের ছেলে। সে ছেলেকে জিজ্ঞেস করলো-
    বাবা: তোমার মা কোথায়?
    ছেলে: আমি জানি না। মা ব্লেন্ডার নিয়ে বাইরে গেছে।
    * জোকস-২
    স্কুলে বার্ষিক পরীক্ষা আরম্ভ হলো। পরীক্ষার হলে এক ছাত্রী জোরে জোরে কাঁদছে।
    শিক্ষক: তুমি কাঁদছো কেন?
    ছাত্রী: আমার রচনা কমন পড়েনি।
    শিক্ষক: কেন? কী এসেছে?
    ছাত্রী: এসেছে ‘ছাত্রজীবন'। স্যার, আমি তো ছাত্রী। ‘ছাত্রজীবন' লিখবো কীভাবে।
    * জোকস-৩
    দাদা তার নাতিকে বলছে, যা তাড়াতাড়ি পালা, তুই আজকে স্কুলে যাস নাই তাই, তোর টিচার বাড়িতে এসেছে!
    নাতি: আমি পালাবো না তুমি বরং পালাও, কারণ আমি স্যারকে বলেছি আমার দাদা মারা গেছে তাই স্কুলে যাইনি!
    * জোকস-৪
    পরীক্ষা কেমন দিলি?
    বাবা: খোকা, পরীক্ষা কেমন দিলি?
    ছেলে: শুধু একটা উত্তর ভুল হয়েছে।
    বাবা: বাহ্! বাকিগুলো সঠিক হয়েছে?
    ছেলে: না, বাকিগুলো তো লিখতেই পারিনি।

    No comments

    If you have any doubt, please let me know that with your valuable comments.

    পৃষ্ঠা

    সর্বশেষ খবর

    COVID-19 থেকে বাঁচার উপায় !