দুধের মতো সাদা সাপ ! White snakes like milk!
অস্ট্রেলিয়ার উত্তরাঞ্চলের একটি জঙ্গল থেকে পাওয়া যায় স্লটি গ্রে প্রজাতির একটি সাদা সাপ। ছবি : সংগৃহীত
A white snake from Slatty Gray species is found in a jungle in Australia's northern part of Australia.
sually these snakes are not seen. Whole body of milk is white like milk And the black eye is a pair of curious eyes Generally dark brown is the name of this snake named Slitty Gray. Experts say that the color of the snake is due to the strange change in the gene (the container of the organism).
সচরাচর এমন সাপ দেখা যায় না। সারা শরীর দুধের মতো ধবধবে সাদা। আর কুচকুচে কালো একজোড়া চোখ। সাধারণত গাঢ় বাদামি রঙের হয় স্লটি গ্রে নামে এই সাপ। বিশেষজ্ঞরা বলছেন, জিনের (জীবের বৈশিষ্ট্যের ধারক) অদ্ভুত পরিবর্তনের ফলেই সাপটির এমন রং।
A snake found in a jungle in Australia's northern part of Australia. A person rescues him from a dog's hand and a person rescues him. Later the snake was kept in the local wildlife park.
অস্ট্রেলিয়ার উত্তরাঞ্চলের একটি জঙ্গল থেকে পাওয়া যায় সাপটি। একটি কুকুরের হাত থেকে সেটিকে উদ্ধার করেন এক ব্যক্তি। পরে সাপটি স্থানীয় বন্যপ্রাণীর পার্কে রেখে দেওয়া হয়।
According to the park authority, the slate grape species are not venomous. It has been left for the exhibition. স্লটি গ্রে প্রজাতির সাপ বিষধর নয় বলে জানায় পার্ক কর্তৃপক্ষ। সেটি প্রদর্শনীর জন্য রেখে দেওয়া হয়েছে।
Later, the park authorities published pictures of the snake on social media on Facebook. It is said that due to lack of normal color in the body of the snake, its color is white.
পরে পার্ক কর্তৃপক্ষ সাপটির ছবি সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে প্রকাশ করে। সেখানে বলা হয়, সাপটির শরীরে স্বাভাবিক রঙের অভাবই সেটির রং সাদা হওয়ার কারণ।
Experts say that the snake lives so long, it is astonishing. Because of lack of normal color in the body, it can not mask. As a result, the attackers could easily become victims.
বিশেষজ্ঞরা জানান, সাপটি এত দিন বেঁচে আছে, সেটা আশ্চর্যের বিষয়। কারণ, শরীরে স্বাভাবিক রঙের অভাবের ফলে সেটি ছদ্মবেশ নিতে পারে না। ফলে সহজেই পরিণত হতে পারত আক্রমণকারীদের শিকারে।
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.