রাফাল চালানোর প্রশিক্ষণ পাকিস্তানি পাইলটদের, ভারতের উদ্বেগ
অত্যাধুনিক জঙ্গিবিমান রাফাল এখনও কিনতে পারেনি পাকিস্তান। তবে ফ্রান্সের তৈরি এই অত্যাধুনিক যুদ্ধবিমান কেনার আগেই তা চালানোর প্রশিক্ষণ নিয়ে নিল পাকিস্তানি পাইলটরা। এতে ভারতের উদ্বেগ আরও বেড়ে গেল।কাতার বিমানবাহিনীর এক্সচেঞ্জ কর্মসূচির আওতায় পাকিস্তানি পাইলটদের এই প্রশিক্ষণ দেয় রাফালের নির্মাতা ফরাসি কোম্পানি ডসাল্ট এভিয়েশন।প্রতিষ্ঠানটির কাছ থেকে কাতার যে রাফাল কেনে তার প্রথম চালান গত ফেব্রুয়ারিতে হস্তান্তর করা হয়। তবে পাকিস্তানি পাইলটদের প্রশিক্ষণের ব্যাপারে ডসাল্টের ভারতীয় নির্বাহীরা কিছু জানেন না বলে এনডিটিভির কাছে দাবি করেছেন।
ডসাল্টের কাছ থেকে ৭.৮ বিলিয়ন ডলারে ৩৬টি রাফাল কেনার জন্য চুক্তি করেছে নরেন্দ্র মোদি সরকার। যদিও এই চুক্তি করায় ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠেছে। এভিয়েশন সেক্টরের উপর নজর রাখা সংবাদ মাধ্যম- ‘এআইএনঅনলাইন.কম’ প্রথম এ বিষয়ে প্রতিবেদন প্রকাশ করলে ভারতীয়দের টনক নড়ে। ডসাল্টের কাছে এ ব্যাপারে ব্যাখ্যা চাইলে নির্বাহীরা ওই কথা জানান।প্রতিবেদনে বলা হয়, ২০১৭ সালের নভেম্বরে কাতারের প্রথম ব্যাচে যেসব পাইলটকে প্রশিক্ষণ দেয়া হয় তারা ছিলেন পাকিস্তানের এক্সচেঞ্জ অফিসার।
প্রতিবেদনের লেখক জন লাক বলেন, কাতারের প্রথম স্কোয়াড্রন রাফালের জন্য ২০১৭ সালের ১ অক্টোবর ফ্রান্সের ‘মন্ট ডি মারসান’-এ ‘ স্কোয়াড্রন ডি শ্যাসে ০৪.০৩০’ গঠন করা হয়। চলতি বছরের ৬ই ফেব্রুয়ারি কাতার ডসাল্টের ম্যারিগন্যাক কারাখানা থেকে রাফালের প্রথম চালান গ্রহণ করে বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.