সুপার-ঘূর্ণিঝড়-আম্পান!

  • ব্রেকিং নিউস

    আশুলিয়া ও টঙ্গীতে চলছে উচ্ছেদ অভিযান


    তুরাগ তীর দখল করে গড়ে ওঠা বিভিন্ন স্থাপনা নির্মাণের অভিযোগে আশুলিয়া ও টঙ্গীতে উচ্ছেদ চালাচ্ছে বিআইডব্লিউটিএ। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সকালে টঙ্গীর মাছিমপুর থেকে শুরু হয় উচ্ছেদ।তুরাগের সীমানার ১৫০ ফুটের মধ্যে স্থাপনা গড়ে ব্যবসা প্রতিষ্ঠান নির্মাণের অভিযোগে দেশের শীর্ষ শিপিং কোম্পানি আনন্দ গ্রপের মালিকানাধীন জেরিনা স্পিনিং মিলের অবৈধ অংশ গুঁড়িয়ে দেয় সংস্থাটি।এছাড়া সেখানে গড়া জেরিনা কম্পোজিট মিলেরও কয়েকটি স্থাপনা উচ্ছেদ করা হয়। যা এখন পর্যন্ত উচ্ছেদ হওয়া সর্বোচ্চ দৈর্ঘের স্থাপনা। তবে উচ্ছেদ চলাকালে সেখানে আনন্দ গ্রুপের চেয়ারম্যান হাজির হয়ে বিআইডব্লিউটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় করেন।

    এসময় উচ্ছেদের বিরুদ্ধে তারা আইনগত পদক্ষেপ নেয়ার কথা জানান চেয়ারম্যান। একই জায়গায় নিশাত জুটমিল নামে হামিম গ্রুপের একটি প্রতিষ্ঠান ও আনন্দ গ্রুপের চেয়ারম্যানের বিলাসবহুল বাড়িটি উচ্চ আদালতের স্থগিতাদেশের কারণে উচ্ছেদ করতে পারে নি বিআইডব্লিউটিএ।এদিন তুরাগ পাড় দখল করে গড়া টিএটি নামে অপর একটি ব্যবসায়িক কারখানা উচ্ছেদ করতে দেখা যায় নি বিআইডব্লিউটিএকে।সংস্থাটি দাবি করেছে, চায়নার মালিকাধীন কোম্পানিটি নদীর সীমানার বাইরে স্থাপনা নির্মাণ করেছে।




    No comments

    If you have any doubt, please let me know that with your valuable comments.

    পৃষ্ঠা

    সর্বশেষ খবর

    COVID-19 থেকে বাঁচার উপায় !