Friday, July 18.

সুপার-ঘূর্ণিঝড়-আম্পান!

হরভজন-তাহিরকে নিয়ে যা বললেন ধোনি

image-165985-1554962322

এবারের আইপিএল শুরুর আগে অনেকে চেন্নাই সুপার কিংসকে ‘বুড়োদের’ দল বলেছিলেন। তবে প্রতিযোগিতা যত এগোচ্ছে, ততই তাদের ধারণা ভুল প্রমাণ করছেন মহেন্দ্র সিং ধোনিরা।অধিনায়কের পাশাপাশি সুরেশ রায়না, রবীন্দ্র জাদেজা, ইমরান তাহির, হরভজন সিংয়ের মতো অভিজ্ঞ ক্রিকেটাররাও দুর্দান্ত পারফরম করছেন। সবশেষ কলকাতা নাইট রাইডার্সকে সাত উইকেটে হারিয়েছে চেন্নাই। নেপথ্য নায়ক ছিলেন তাহির ও হরভজন।এ জয়ের পর দুই বুড়ো স্পিনারের আলাদা করে প্রশংসা করেন ধোনি। কলকাতার বিপক্ষে ১৫ রান দিয়ে ২ উইকেট নেন ৩৮ বছর বয়সী ভাজ্জি। আর ৪০ বছরের তাহির শিকার করেন ২১ রানে সমান ২ উইকেট। দলের জয়ে তা রাখে বড় ভূমিকা।

ম্যাচের পর ক্যাপ্টেন কুল বলেন, বয়স তাদের সহায় আছে। বয়স যত বাড়ছে, ততই তারা পরিণত হচ্ছে। হরভজন প্রতি ম্যাচেই ভালো পারফরম করছে। তাহিরের ওপর ভরসা রেখেছি। আস্থার প্রতিদান দিচ্ছে। সে বরাবর ভালো করে।তিনি বলেন, আমাদের বোলিং বিভাগ ভালো। আপাতত সবাই দুর্দান্ত করছে। তবে ফ্ল্যাট পিচ ও ছোট বাউন্ডারির মাঠে খেলার সময় আমাদের আরেকটি কম্বিনেশন ঠিক করতে হবে। সেরা একাদশ নিয়ে নামতে হবে।

No comments

If you have any doubt, please let me know that with your valuable comments.

পৃষ্ঠা

সর্বশেষ খবর

COVID-19 থেকে বাঁচার উপায় !

CovidUpdated1