জান্নাত এবং জান্নাতবাসী কেমন হবে জেনে নিন।
১. জান্নাতে জান্নাতবাসীরা প্রতি জুম্মাবারে বাজারে মিলিত হবে এবং জান্নাতে জান্নাতবাসীদের রূপ-সৌন্দর্য বৃদ্ধি পাবে।______[মুসলিম শরীফ]
২. জান্নাতের স্তর হবে ১০০টি এবং জান্নাতের সর্বোচ্চ স্তর জান্নাতুল ফেরদাউস। যখন তোমরা আল্লাহর কাছে জান্নাত চাইবে তখন জান্নাতুল ফেরদাউস চাইবে। _______[তিরমিজী শরীফ]
৩. জান্নাতবাসীনী কোন নারী (হুর) যদি পৃথিবীর দিকে উঁকিদেয়, তবে গোটা জগত আলোকিত হয়ে যাবে এবং আসমান জমীনের মধ্যবর্তী স্থান সুগন্ধিতে মোহিত হয়ে যাবে।তাদের মাথার ওড়নাও গোটা দুনিয়া ও তার সম্পদ রাশি থেকে উত্তম।_________[বুখারী শরীফ]
৪. জান্নাতীরা সুখে শান্তিতে স্বাচ্ছন্দ্যে ডুবে থাকবে। হতাশা দুশ্চিন্তা ও দুর্ভাবনা থাকবে না। পোশাক পরিচ্ছেদ ময়লা হবে না, পুরাতন হবে না। তাদের যৌবনও নিঃশেষ হবে না। ____[মুসলিম শরীফ]
৫. জান্নাতবাসীরা সব সময় জীবিত থাকবে। কখনো মৃত্যুবরণ করবে না। সব সময় যুবক থাকবে বৃদ্ধ হবে না। ______[মুসলিম শরীফ]
৬. জান্নাতবাসীদের প্রতি আল্লাহ্ বলবেন, আমি তোমাদের উপর সন্তুষ্টি দান করেছি, তোমাদের উপর আর কখনো অসন্তুষ্ট হবো না।_____________[বুখারী শরীফ]
৭. জান্নাতে বান্দার আশা আকাঙ্খার দ্বিগুণ দেয়া হবে। __________[মুসলিম শরীফ]
৮. জান্নাত প্রত্যেক ব্যক্তিকে ১০০ পুরুষের শক্তি দান করা হবে।________[তিরমিযী শরীফ]
৯. জান্নাতবাসীগণ কেশবিহীন দাড়িবিহীন হবে। তাদের চোখ সুরমায়িত হবে।___________[তিরমিযী শরীফ]
১০. জান্নাতবাসীগণ ৩০ বা ৩৩ বছর বয়সীর মতো জান্নাতে প্রবেশ করবে।_______[তিরমিযী শরীফ]
১১. জান্নাতবাসীদের ১২০ কাতার হবে। তার মধ্যে ৮০ কাতার'ই হবে উম্মতের। অবশিষ্ট ৪০ কাতার হবে অন্যান্য উম্মতের।________[তিরমিযী শরীফ]
১২. জান্নাতে একটি বাজার আছে সেখানে ক্রয়-বিক্রয় নেই।সেখানে নারী-পুরুষের আকৃতিসমূহ থাকবে। সুতরাং যখনই কেউ কোন আকৃতিকে পছন্দ করবে তখন সে সেই আকৃতি রূপান্তরিত হবে।__________[তিরমিযী শরীফ]
১৩. জান্নাতবাসীদের উপর এক খণ্ড মেঘ আচ্ছন্ন করে ফেলবে। তাদের উপর এমন সুগন্ধি বর্ষণ করবে যে, অনুরূপ সুগন্ধি তারা আর কখনো পায়নি। জান্নাতের বাজারে একজন আরেকজনের সাথে সাক্ষাত করবে এবং তার পোশাক পরিচ্ছদ দেখে আশ্চার্যান্নিত হবে। কিন্তু তার কথা শেষ হতে না হতেই সে অনুভব করবে যে, তার পোশাক তার চেয়ে আরো উত্তম হয়ে গেছে। এটা এ জন্য যে, জান্নাতে দুশ্চিন্তার কোন স্থান নেই। তাদের স্ত্রীদের কাছে ফিরে আসলে তারা বলবে তুমি আগের চেয়ে সুন্দর হয়ে ফিরে এসেছ। _____[তিরমিযী, ইবনে মাজাহ]
১৪. নিম্নমানের জান্নাতবাসীর জন্যে ৮০ হাজার খাদেম ও ৭২ জনস্ত্রী হবে। ছোট্ট বয়সী বা বৃদ্ধ বয়সী লোক মারা গেলে জান্নাতে প্রবেশের সময় ৩০ বছর বয়সী হয়ে জান্নাতে প্রবেশ করবে। এ বয়স কখনো বৃদ্ধি হবে না।জান্নাতবাসীগণ যখন সন্তান কামনা করবে, তখন গর্ভ, প্রসব ও তার বয়স চাহিদা অনুযায়ী মুহূর্তের মধ্যে সংঘটিত হয়ে যাবে। ___________[তিরমিজী, ইবনে মাজাহ, আবু দাউদ]
১৫. জান্নাতবাসীগণ নিদ্রা যাবে না। নিদ্রাতো মৃত্যুর সহোদর আরজান্নাতবাসী মরবে না।_____[বায়হাকী]
১৬. জান্নাতে নারীদের বয়স হবে ১৬ বছর। এবং কোন কালো বা দেখতে খারাপ নারী জান্নাতে থাকবে না, সব নারী অনুপম সুন্দরী হয়ে জান্নাতে প্রবেশ করবে।
---------------------সুবহানআল্লাহ্----------------------
★অাপনি তো এতক্ষণ পড়লেন, হয়তোবা মনে মনে চিন্তাকরছেন এবং হেঁসেছেন।এখন এই জান্নাত লাভ করার জন্য যা যা করা প্রয়োজন তা অামাদেরকে ইনশা-অাল্লাহ্ করতে হবে। নামায, রোযা, নারীরা সঠিক ভাবে পর্দা সহ অাল্লাহর এবং রাসূল (সাঃ) এর সমস্ত অাদেশ নিষেধ পালন করতে হবে। তাহলেই মহান অাল্লাহ্ তা'অালা অামাদের জান্নাত দান করবেন অাশা করি ইনশা-অাল্লাহ।মহান অাল্লাহ্ অামাদের সকলকে জান্নাতবাসী করুক,অামিন।
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.