জার্মানির স্নাইপার ডিএসআর ৫০
ডিএসআর ৫০ স্নাইপার। নামটি খুব সাদামাটা হলেও কার্যক্ষমতা ও নিশানা ভেদ করতে বিশ্বের অন্যতম মারণাস্ত্র এটি। এর সঙ্গে টেলিস্কোপ জুড়ে দেওয়া থাকে। আর সামনের দিকে থাকে দুটি স্ট্যান্ড। প্রথমদিকে এটি দূরবর্তী শিকারের জন্য ব্যবহৃত হতো। পরবর্তীতে বিভিন্ন দেশের সীমান্ত চেকপোস্টে ব্যবহার করা শুরু হয়। রাইফেলটি মূলত জার্মানির তৈরি। এই অস্ত্রটির সবচেয়ে আকর্ষণীয় দিক হলো এর ম্যাগাজিন পয়েন্ট। একটি নয়, দুটি পয়েন্ট রয়েছে এই রাইফেলে। একটি ব্যবহৃত হয় আর অন্যটি রিজার্ভে থাকে, যা ইমার্জেন্সিতে কাজে লাগে। যেসব দেশ এই রাইফেলটি বেশি ব্যবহার করে থাকে তাদের মধ্যে পোল্যান্ড, রাশিয়া ও গ্রিস অন্যতম। এ ছাড়া লাতিন আমেরিকার কিছু দেশেও এর গ্রহণযোগ্যতা রয়েছে। অন্যান্য রাইফেলের তুলনায় এর ওজন খানিকটা বেশি। গুলি ছোড়ার সময় চালনাকারীকে খুব শক্ত হাতে ট্রিগার ধরে রাখতে হয়। অন্যথায় এর ঝাঁকুনিতে লক্ষ্যভ্রষ্ট হতে পারে।
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.