শ্রীলঙ্কায় আজ জাতীয় শোক দিবস ঘোষণা
ইস্টার সানডে উদযাপনের দিন শ্রীলঙ্কায় সিরিজ বোমা হামলায় নিহতদের স্মরণে ২৩ এপ্রিল জাতীয় শোক দিবস ঘোষণা করেছে দেশটির সরকার। সোমবার দেশটির প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনার সভাপতিত্বে অনুষ্ঠিত ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।এছাড়া এই বৈঠকে সন্ত্রাসবাদ মোকাবেলা করার জন্য সোমবার মধ্যরাত থেকে জরুরি অবস্থা জারির সিদ্ধান্ত নেওয়া হয়। এর মাধ্যমে দেশ ও দেশের মানুষের নিরাপত্তার জন্য যেকোনো ধরনের নিরাপত্তামূলক পদক্ষেপ নেওয়ার ক্ষমতা দেওয়া হয়েছে পুলিশকে।
গত রবিবার শ্রীলঙ্কায় ইস্টার সানডে উদযাপনকালে তিনটি চার্চ, চারটি হোটেল ও একটি চিড়িয়াখানায় সিরিজ বোমা হামলায় ২৯০ জন নিহত এবং ৫০০ জন আহত হয়েছেন।জামাত আল-তাওহিদ আল ওয়াতানিয়া নামের একটি গোষ্ঠী এসব হামলার দায় স্বীকার করছে বলে সংবাদ মাধ্যমে খবর এসেছে। তবে দেশটির স্বাস্থ্যমন্ত্রী এবং সরকারের মুখপাত্র রাজিথা সেনারাত্নে বলেছেন, ন্যাশনাল তাওহিদ জামাত নামের একটি সংগঠন এসব বোমা হামলার পরিকল্পনা করে বলে মনে করা হচ্ছে।
সূত্র- গার্ডিয়ান
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.