Sunday, July 20.

সুপার-ঘূর্ণিঝড়-আম্পান!

বাংলাদেশের নিজস্ব প্রযুক্তির তৈরি অত্যাধুনিক যুদ্ধাস্ত্র -১

15492339_1062657533861807_9218765031376224697_n
bd 08 
বাংলাদেশ সমরাস্ত্র কারখানাতে নিজস্ব প্রযুক্তির তৈরি যুদ্ধাস্ত্র সম্পর্কে অনেকেই হয়তো জানেন না।আমাদের নিজস্ব প্রযুক্তির তৈরি যুদ্ধাস্ত্র সম্পর্কে আজ বিস্তারিত জানবো।
2666বিডি-০৮ এ্যাসল্ট রাইফেল2666
২০০৮ সালে চীনের সহায়তায় আমারা আমাদের দেশেই একে ৪৭ এর চাইনিজ ভার্সন টাইপ ৫৬ (BOF) এ বানানো হয়।পরবর্তিতে এর উপর ভিত্তি করে বানানো হয় বিডি-০৮ এসল্ট রাইফেল। বর্তমানে এর সাথে এডিশনাল গ্রেনেড লঞ্চার যোগ করে অ্যান্টি ট্যাংক গ্রেনেড,স্মোক গ্রেনেড নিক্ষেপ করা হয়।আমরা প্রতিবছর ১৬,০০০ হাজার রাইফেল বানাতে সক্ষম।
এছাড়া জার্মানির HKG3A4 মডেলের টট আছে।প্রয়োজনমত আমরা বানাতে পারব।

35077159_824290787760300_6344330079660670976_n
2666মিলিটারি ট্রাক2666
জাপানিজ ইসুজু কোম্পানি থেকে টট সহ নিয়ে বাংলাদেশ অর্ডন্যান্স ফ্যাক্টরিতে সেনাবাহিনীর মিলিটারি ট্রাক বানিয়ে থাকে।এই গাড়ির বিভিন্ন মডেল যেমন মিসতুবিসি পাজেরো,মিসতুবিসি ল্যান্সারও প্রযুক্তি কিনে বানানো হয়।

35344208_824290834426962_625252787671793664_n
গ্রেনেড-৮৪বিডি
2666আর্জেস গ্রেনেড2666
বাংলাদেশ সেনাবাহিনী অস্ট্রিয়া থেকে প্রযুক্তি কিনে বর্তমানে বাংলাদেশ সমরাস্ত্র কারখানাতেই AGS84 মডেলের আর্জেস গ্রেনেড বানিয়ে থাকে।এগুলোর রেন্জ ৩০ মিটার।বাংলাদেশ প্রতিবছর লক্ষাধিক গ্রেনেড-৮৪বিডি বানাতে সক্ষম।সেনাবাহিনী ছাড়াও পুলিশ,অানসার,র‌্যাব ও অন্যান্য বাহিনীও এই গ্রেনেড ব্যবহার করে।

VOA_Arrott_-_A_View_of_Syria%252C_Under_Government_Crackdown_08
বিডি-১৪ মেশিন গান
2666মেশিন গান2666
অন্যান্য দেশ থেকে প্রযুক্তি কিনে বাংলাদেশ সমরাস্ত্র কারখানাতে বিভিন্ন মডেলের মেশিন গান বানানো হয়।যেমন বিডি-০৮ লাইট মেশিন গান,বিডি-১৪ মেশিন গান।
maxresdefault
lct bd
2666ল্যান্ডিং ক্রাফট ট্যাংক2666
বাংলাদেশ সেনাবাহিনীর নিজস্ব প্রযুক্তির তৈরি Landing Craft Tank (LCT) "এলসিটি শক্তি সঞ্চার"।বর্তমানে সেনাবাহিনীর কাছে বর্তমানে এরকম ২ টি LCT আছে।এরকম মোট ৭-৮ টি LCT রাখার প্ল্যান আছে।এগুলো ট্যাংক,আর্মাড ভেহিকল এবং সসস্ত্র সেনা এক যায়গা থেকে অন্য যায়গায় পৌছে দিতে ব্যাপক ভাবে সহায়তা করে।এগুলোতে হেলিকপ্টার নামানোর ব্যাবস্থাও আছে।

No comments

If you have any doubt, please let me know that with your valuable comments.

পৃষ্ঠা

সর্বশেষ খবর

COVID-19 থেকে বাঁচার উপায় !

CovidUpdated1