সুপার-ঘূর্ণিঝড়-আম্পান!

  • ব্রেকিং নিউস

    যেসব পর্নো তারকা আজ মূলধারার নায়িকা




    মূল ধারার সিনেমায় পর্ন স্টারদের বেশ আনাগোনা ঘটছেই। এরা বেশ ভালো জায়গাও করে নিচ্ছেন। তারা বিশেষ দিক থেকে নিজেদের এগিয়েও রাখছেন অন্যদের চেয়ে অনেক উপরে। এক সময়ের সেরা ১০ জন পর্ন স্টার এখন সিনেমার পর্দায় নিজেদের কোথায় নিয়ে গেছেন সে বিষয়টি নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করা হল।

    ১. আর্নল্ড শোয়ারজনেগার নিজের বেশ কয়েকটি অশ্লীল ছবি তুলিয়েছিলেন সমকামীদের একটি ম্যাগাজিনের জন্য। তিনি তো হলিউডের মহাতারকা।
     ২. আমেরিকার এক জনপ্রিয় পর্ন তারকা প্রিয়া অঞ্জলি রায়। সম্প্রতি বলিউডের এক ৪ডি ছবির মাধ্যমে অভিষেক ঘটতে যাচ্ছে তার।
    ৩. ক্যারিয়ারের প্রথম দিকে হালকা ধাঁচের পর্ন ছবি করতেন ক্যামেরন ডিয়াজ। এখন হলিউডে মূল ধারার চলচ্চিত্রের তারকা তিনি। 
    ৪. সিলভেস্টার স্ট্যালনকে কে না চেনেন। এই জনপ্রিয় তারকা এক পর্ন ছবিতে দুই দিনের জন্য কাজ করে ২০০ ডলার পেয়েছিলেন।
    ৫. সানি লিওনের কথা বলার প্রয়োজন পড়ে না। এই সাবেক পর্ন স্টার বর্তমানে বেশ জাঁকিয়ে বসেছেন বলিউডে। জনপ্রিয়তা পেয়েছেন বেশ কয়েকটি ছবি করে। পর্ন স্টার হিসেবেও জনপ্রিয় ছিলেন তিনি। 
    Related image

    ৬. সহ-অভিনেত্রী হিসেবে কাজ করেন শাশা গ্রে। কিন্তু বেশ নাম করা পর্ন স্টার হিসেবে খ্যাতি আছে তার। 
    ৭. দারুণ গল্প নিয়ে কৌতুক পর্ন ছবিতে অভিনয় করেছিলেন জ্যাকি চ্যান।
    ৮. জ্যাজ সিনেমার ইতিহাসে সবচেয়ে বিখ্যাত নামটি সম্ভবত জেনা জেমসন। তার নামের সঙ্গে পর্ন স্টার খেতাবটি জড়িয়ে রয়েছে। তিনি বিশ্বের অন্যতম শীর্ষ পর্ন তারকাদের একজন।
    ৯. দ্য ট্রান্সপোর্টার এর মতো হিট ছবিতে কাজ করার আগে পর্ন ছবিতে কাজ করতেন শু কি।
    ১০. বেশ কয়েকটি পর্ন ছবিতে কাজ করার পর ট্রেসি লর্ডস মূল ধারার ছবিতে অবশেষে সফল অভিনেত্রী হিসেবে নাম লিখিয়েছেন। উল্লেখ্য, তবে অনেক তারকারাই পর্ন স্টরদের সাথে কাজ করতে নারাজ। সে ক্ষেত্রে বিপাকে পরলেও নিজের রুচি ও ইচ্ছা শক্তির কারনেই এগিয়ে যাচ্ছেন এসব তারকারা। 

    সূত্র : ইন্ডিয়া টুডে

    No comments

    If you have any doubt, please let me know that with your valuable comments.

    পৃষ্ঠা

    সর্বশেষ খবর

    COVID-19 থেকে বাঁচার উপায় !