বলিউডের ‘মোস্ট বিউটিফুল অ্যাকট্রেস’ কে এই এলনাজ?

এই অভিনেত্রীকে ডানা কাটা পরী বলেছিলেন অনেকেই। সোশ্যাল মিডিয়া বলছে ইনি বলিউডের ‘মোস্ট বিউটিফুল অ্যাকট্রেস’। বলিউডি ছবিতে এত সুন্দর অভিনেত্রীকে নাকি কমই দেখা গেছে।তিনি ইরানিয়ান মডেল-অভিনেত্রী এলনাজ নওরোজি। জার্মানি, পাকিস্তান ও ভারতে বিজ্ঞাপন-সিনেমায় কাজ করে সুনাম অর্জন করেছেন এলনাজ।আন্তর্জাতিক এই সুপারস্টার শিরোনামে এসেছেন নওয়াজউদ্দিনের প্রেমিকা হিসাবে। আসলে ‘সেক্রেড গেমস’-এ নওয়াজের বিপরীতে অভিনয় করেন এলনাজ।ইরানে জন্মালেও জার্মানিতে বড় হয়েছেন তিনি। নানা দেশের নানা মানুষের সঙ্গে মেশার সুযোগ হওয়ার কারণে তিনি বেশ মিশুকও বটে।
১৫ বছর বয়সে মডেলিং শুরু করেছিলেন তিনি, স্কুলের পাশাপাশি ফ্যাশন নিয়েও চর্চা ছিল তার।উর্দু চলচ্চিত্র ‘মান যাও না’-তে তাকে দেখা গেছে। পরবর্তীতে তিনি পাঞ্জাবি ছবিতেও অভিনয় করেছেন।গুরু রণধাওয়ার পাঞ্জাবি মিউজিক ভিডিও ‘মেড ইন ইন্ডিয়া’তেও কাজ করেছেন তিনি। এলনাজ নওরোজি মিটু আন্দোলনের সময় প্রতিবাদে মুখর হয়েছিলেন।তিনি অভিযোগ করেন, ‘নামাস্তে ইংল্যান্ড’ সিনেমায় কাজের জন্য একাধিকবার অডিশনে ডাকা হয়। পরিচালক বিপুল শাহ নাকি নিজের অফিসে এলনাজকে খারাপভাবে ছোঁয়ার চেষ্টা করেন। চিত্রনাট্য শোনানোর জন্য প্রায়ই এলনাজকে পাতিয়ালার একটি হোটেলে ডেকে পাঠাতেন বিপুল, জোর করে চুমু খাওয়ার চেষ্টাও করেন বলে দাবি করেছিলেন নায়িকা।
Bangladeshi Taka Converter
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.