বাণী চিরন্তনী
যুগে যুগে মনীষী, পণ্ডিত, দার্শণিকগণ সমাজ, সংস্কৃতি থেকে নিয়ে জীবনঘনিষ্ঠ অনেক বক্তব্য দিয়ে গেছেন, যেগুলোকে আমরা বাণী চিরন্তনী বলে জানি। আজ এমন ক’জন বিখ্যাত ও প্রতিষ্ঠিত ব্যাক্তিত্বের বাণী দেয়া হলো:
* যে ব্যক্তি তার গোপনীয় কথা গোপন রাখে না, সে তার নিরাপত্তার ব্যবস্থা করে না। - হযরত ওমর ফারুক রাঃ
* পৃথিবীটা একটা বিরাট নাট্যমঞ্চ। সব মানুষ আর মেয়ে মানুষেরা তার অভিনেতা আর অভিনেত্রী। - শেক্সপিয়র
* অধ্যবসায় ও নিয়মিত অনুশীলন ব্যতীত শিক্ষাজীবনে সুফল লাভ করা যায় না। - ড. মুহাম্মদ শহীদুল্লাহ
* একজন আহত ব্যক্তি তার যন্ত্রণা যত সহজে ভুলে যায়, একজন অপমানিত ব্যক্তি তত সহজে অপমান ভুলে না। - জর্জ লিললো
* তুমি নিজেকে যতটা ভালো পরামর্শ দিতে পার অন্য কেউ ততটা পারে না। - আর্থারহেল্প
* শত্রু যদি জ্ঞানীও হয় তবুও তার কাছে পরামর্শ নিওনা। - স্যার জন উইলঘট
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.