মজার ধাঁধা!
ধাঁধাচর্চা আপনার মস্তিষ্কের বিকাশ ঘটায়। এতে মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়িয়ে বুদ্ধি বাড়ায়। সে নিমিত্তে রইলো আপনাদের জন্য আজকের চারটি ধাঁধা-
১. ‘একটি বস্তুর চারটি রং, সব মিলিয়ে একটা রং।’
২. ‘এমন একটা গাই আছে,
যা দেই তা-ই খায়।
মন চাইলে আমার
পানি দিলে মরে যায়।’
৩. ‘এক গাছে হয় তিন তরকারি, আজব কথা বলিহারি।’
৪. ‘একটা ঘরের সাতটা বাড়ি, না বলতে পারলে আড়ি।’
গতকালের (২০ মার্চ) ধাঁধাগুলোর উত্তর:
১. ‘কিনতে গেলে মাপতে লাগে,
যাই করো না গুলি।
দাবার ছকে তাকে লাগে হাঁটেন কোণাকোণি।’
উত্তর: হাতি
২. ‘করিমের আব্বার তিন ছেলে-
ছোটটির নাম রহিম,
মেজোটির নাম ফাহিম, তার বড় ছেলের নাম কী?’
উত্তর: করিম
৩. ‘কাটলে সকল বস্তু
ছোট হয়ে যায়,
এমন কি আছে যা কাটলে বড় হয়।’
উত্তর: কূপ, পুকুর, গর্ত
৪. ‘কারিগরিতে শ্রেষ্ঠ তিন বর্ণের
দেশের নাম বলো-
প্রথম বর্ণ বাদ দিয়ে রোজ খেলে দাঁত হয় কালো।’
উত্তর: জাপান
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.