Monday, April 14.

সুপার-ঘূর্ণিঝড়-আম্পান!

কোহলিকে বিশাল অংকের জরিমানা

image-167083-1555305032

অবশেষে জয়ের দেখা পেল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এবারের আইপিএলে ২৮তম ম্যাচে এসে কাঙ্ক্ষিত জয়ের দেখা পেয়েছে দলটি। কিংস ইলেভেন পাঞ্জাবকে ৮ উইকেটে হারিয়েছে বিরাট কোহলি বাহিনী।তবে দুর্দান্ত জয়ের দিনে দুঃসংবাদ পেয়েছেন বেঙ্গালুরু দলনায়ক কোহলি। স্লো-ওভার রেটের কারণে তাকে বিশাল অংকের জরিমানা করা হয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে বোলিং ইনিংস শেষ না করায় ১২ লাখ রুপি জরিমানা হয়েছে তার।আইপিএল কর্তৃপক্ষ বিবৃতিতে জানিয়েছে, লিগের কোড অব কন্ডাক্ট ভঙ্গ করেছে বেঙ্গালুরু। বেঁধে দেয়া সময়ের মধ্যে বোলিং শেষ করেনি দলটি। তাই স্লো ওভার রেটের কারণে অধিনায়ক কোহলিকে ১২ লাখ রুপি জরিমানা করা হয়েছে।

এর আগে একই কারণে সমান জরিমানা গুনেন মুম্বাই ইন্ডিয়ানস দলপতি রোহিত শর্মা ও রাজস্থান রয়্যালস ক্যাপ্টেন আজিঙ্কা রাহানে। ওভার রেটের মন্থর গতির জন্য জরিমানার কবলে পড়েন তারা।

No comments

If you have any doubt, please let me know that with your valuable comments.

পৃষ্ঠা

সর্বশেষ খবর

COVID-19 থেকে বাঁচার উপায় !

CovidUpdated1