সুপার-ঘূর্ণিঝড়-আম্পান!

  • ব্রেকিং নিউস

    পাকিস্তানে বিতর্ক সৃষ্টি করেছে যে প্ল্যাকার্ডটি

    সেই প্ল্যাকার্ড হাতে রুমিসা

    সানগ্লাস চোখে দেয়া এক নারী নিঃসঙ্কোচে পা ছড়িয়ে বসে আছেন। আর পাশে লেখা- 'এই আমি ঠিকমতো বসেছি।' আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে করাচির একটি বিশ্ববিদ্যালয়ের ২২ বছর বয়সী শিক্ষার্থী রুমিসা লাখানি এবং রাশিদা সাব্বির হোসেন এ প্ল্যাকার্ডটি তৈরি করেছেন।নারী দিবস উপলক্ষে তারা এমন একটি পোস্টার বানাতে চেয়েছিলেন, যাতে সবার দৃষ্টি পড়ে। এ জন্য নানা আইডিয়া নিয়ে তারা চিন্তাভাবনা করতে শুরু করেন।

    সেই সময় তাদের পাশের একজন বান্ধবী দুটো পা দুপাশে ছড়িয়ে বসেছিল। এটি দেখেই তারা একটি পোস্টার বানানোর আইডিয়া পেয়ে যান।রুমিসা মনে করেন, নারীরা কীভাবে বসবে তা নিয়ে প্রচুর কথাবার্তা হয়। 'আমাদের খুব মার্জিত হতে হবে। আমাদের শরীরের আকার আকৃতি যাতে দেখা না যায় সে জন্য সচেতন থাকতে হবে। পুরুষরা যখন পা ছড়িয়ে বসে, তখন সেদিকে কেউ তাকিয়েও দেখে না।' তারা তখন একটি স্নোগানের ব্যাপারে একমত হয়ে লিখেন- "এই আমি ঠিকমতো বসেছি।"

    নারী দিবস উপলক্ষে নারীদের ওই সমাবেশে আরও অনেকেই নানা ধরনের প্ল্যাকার্ড নিয়ে এসেছিলেন। কিন্তু রুমিসা ও রাশিদার তৈরি পোস্টারটি ব্যাপক বিতর্কের জন্ম দেয়।ওই প্ল্যাকার্ডের ছবিটি ইন্টারনেটে পোস্ট করা হলে সোশাল মিডিয়ায় সেটি ছড়িয়ে পড়তে শুরু করে। এ নিয়ে প্রচুর আলোচনা শুরু হয়ে যায়।একজন ফেসবুকে লিখেছেন- আমি আমার মেয়ের জন্য এ ধরনের সমাজ চাই না।আরেকজন লিখেছেন- আমিও একজন নারী। কিন্তু এই ছবিটার ব্যাপারে খুব একটা স্বস্তিবোধ করছি না।আরেকজন লিখেছেন- এটি নারী দিবস, দুশ্চরিত্রদের দিবস নয়।

    রুমিসার পরিচিত অনেকে ব্যক্তিগতভাবে তাকে বার্তাও পাঠিয়েছেন।তারা বলেছেন, আমরা বিশ্বাস করতে পারছি না তোমার মতো কেউ একজন এটি করেছে। তুমি একটি ভদ্র পরিবারের মেয়ে।এমনকি তার পরিবারের কোনো কোনো সদস্য তার বাবা-মাকেও বলেছেন, তাকে যেন আর এ ধরনের সমাবেশে যেতে দেয়া না হয়।কিন্তু সামাজিক এই চাপের পরও রুমিসার পিতামাতা তাদের মেয়ের সিদ্ধান্তের সঙ্গে একমত।এত বিতর্কের পরও রুমিসা মনে করেন তিনি ঠিক পোস্টারটিই বানিয়েছেন। এটি নিয়ে তার কোনো দুঃখ নেই। আমি খুশি যে এটি এত মানুষের দৃষ্টি কেড়েছে, বলেন তিনি। 

    সূত্র: বিবিসি

    No comments

    If you have any doubt, please let me know that with your valuable comments.

    পৃষ্ঠা

    সর্বশেষ খবর

    COVID-19 থেকে বাঁচার উপায় !