গাছের গুঁড়ি ফেলে ডাকাতির চেষ্টা, পুলিশের গুলিতে নিহত ১

সিরাজগঞ্জের সদর উপজেলায় সড়কে গাছের গুঁড়ি ফেলে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের গুলিতে শরিফুল ইসলাম শরিফ (২৫) নামে এক ডাকাত সদস্য নিহত হয়েছেন। আজ ভোরে উপজেলার পঞ্চ সারটিয়া এলাকায় এ ঘটনা ঘটে।শরিফুল সিরাজগঞ্জের সদর উপজেলায় সারটিয়ায় তার মামার বাড়িতে থাকেন। তিনি ময়মনসিংহ সদরের বাসিন্দা হাসমত আলীর ছেলে।
জানা যায়, একটি সংঘবদ্ধ ডাকাত দলের সদস্যরা দীর্ঘদিন ধরে সয়দাবাদ-বেলকুচি আঞ্চলিক সড়কে গাছের গুঁড়ি ফেলে ব্যবসায়ীদের মালামাল লুট করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ভোরে ওই এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় ডাকাত দলের সদস্যরা পুলিশের উপস্থিতি টের পেয়ে হামলার চেষ্টা করে। আত্মরক্ষার্থে এক পর্যায়ে পুলিশ গুলি ছুড়লে ডাকাত দলের সদস্যরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় শরীফুলকে আটক করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের ভর্তি করা হয়। সেখানে কিছুক্ষণ পর তার মৃত্যু হয়।সিরাজগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আনিস আহমেদ বলেন, শরীফুলের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
Bangladeshi Taka Converter
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.