আইআরজিসিকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণার পর যুবরাজের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ
ইরানের বিপ্লবী গার্ড বাহিনীকে সন্ত্রাসী সংগঠন ঘোষণার পর সৌদি সিংহাসনের উত্তরসূরি মোহাম্মদ বিন সালমানের সঙ্গে ফোনালাপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।এতে মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা রক্ষায় রিয়াদের ভূমিকা, ইরানের ওপর চাপ অব্যাহত রাখা, মানবাধিকার পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন সৌদি যুবরাজ।হোয়াইট হাউসের বরাতে বার্তা সংস্থা রয়টার্স এমন তথ্য জানিয়েছে। নারী অধিকারকর্মীদের বিচার, সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডসহ অভ্যন্তরীণ ভিন্নমতাবলম্বীদের দমনপীড়ন ও ইয়েমেন যুদ্ধ নিয়ে মধ্যপ্রাচ্যে মার্কিন মিত্র সৌদি ব্যাপক চাপে রয়েছে।
ইস্তানবুলের সৌদি কনস্যুলেটে জামাল খাশোগিকে নির্মমভাবে হত্যা করার পর সৌদি আরবের প্রতি কঠোর মনোভাব পোষণ করতে হোয়াইট হাউসকে আরও কঠোর হওয়ার আহ্বান জানিয়েছেন মার্কিন আইনপ্রণেতাদের একটি দ্বিদলীয় গোষ্ঠী।মার্কিন গোয়েন্দা সংস্থাদের মতে, সৌদি যুবরাজ নিজেই এ হত্যাকাণ্ডের নির্দেশ দিয়েছেন।খাশোগি হত্যাকাণ্ডে এখন পর্যন্ত ১৬ সৌদি নাগরিককে প্রকাশ্যে শনাক্ত করেছে যুক্তরাষ্ট্র। দেশটি বলছে, এসব নাগরিককে যুক্তরাষ্ট্রে ঢুকতে দেয়া হবে না।সোমবার ইরানের বিপ্লবী গার্ড বাহিনীকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র।
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.