সুপার-ঘূর্ণিঝড়-আম্পান!

  • ব্রেকিং নিউস

    লিবিয়ায় সংঘাত অব্যাহত

    লিবিয়ায় সংঘাত

    ক্ষমতাসীনদের কাছ থেকে লিবিয়ার রাজধানী ত্রিপোলির নিয়ন্ত্রণ নিতে খুব কাছে চলে এসেছে লিবিয়ার পশ্চিমাঞ্চল নিয়ন্ত্রণকারী গোষ্ঠী লিবিয়ান ন্যাশনাল আর্মি (এলএনএ)।শনিবার কমান্ডার খালিফা হাফতারের অনুগত সেনারা ত্রিপোলির প্রাক্তন আন্তর্জাতিক বিমানবন্দর এবং ত্রিপোলির দক্ষিণাংশের কিছু অঞ্চল দখল করে নিয়েছে।তবে ত্রিপোলিভিত্তিক জাতীয় সরকারের মুখপাত্র ফাথি বাশাখা লিবিয়ার টেলিভিশন চ্যানেল আল-আহরারকে বলেছেন, তাদের সেনারা হাফতারের সৈন্যদের কাছ থেকে পুনরায় ওই বিমানবন্দরের দখল নিয়েছে।

    তিনি বলেন, ত্রিপোলির কাশরবিনঘাসির নামক এলাকায় এখনও সংঘাত চলছে। তবে হাফতারের সেনাদের পক্ষ থেকে হুমকি শেষ না হওয়া পর্যন্ত এ যুদ্ধ চলতেই থাকবে।রাজধানী ত্রিপোলির নিয়ন্ত্রণ নিয়ে চলতি সপ্তাহে অশান্ত হয়ে উঠছে লিবিয়া।এর আগে বুধবার এলাকাটির নিয়ন্ত্রণ নিতে সামরিক বাহিনীকে নির্দেশ দিয়েছে সে দেশের পূর্বাঞ্চল নিয়ন্ত্রণকারী সেনা কমান্ডার খালিফা হাফতার।তাদের প্রতিহত করতে জনগণকে রাস্তায় নামার আহ্বান জানিয়েছে দেশটির সর্বোচ্চ ধর্মীয় কর্তৃপক্ষ। আর পূর্বাঞ্চলকে উসকানিমূলক কর্মকাণ্ড বন্ধের আহ্বান জানিয়েছেন লিবিয়ার জাতিসংঘ স্বীকৃত প্রধানমন্ত্রী ফায়েজ সিরাজী।তবে সংঘাতের মাধ্যমে লিবিয়া সংকট সমাধান সম্ভব নয় বলে সতর্ক করেছে বিশ্ব সম্প্রদায়।

    ওই দিন লিবিয়ার পূর্বাঞ্চলীয় শহর বেনগাজিতে সামরিক সমাবেশ ঘটায় ওই অঞ্চলের নিয়ন্ত্রণকারী জেনারেল খালিফা হাফতারের অনুগত সেনারা।পর দিন বৃহস্পতিবার তাদের রাজধানী ত্রিপোলির উদ্দেশে যাত্রা করার নির্দেশ দেন তিনি। বলেন, যারা সংঘাত চাইবে, তাদের বিরুদ্ধে লড়াই করবে তার বাহিনী।এক অডিওবার্তায় অন্যায়কারীদের উৎখাতে একে বিজয় যাত্রা বলেও অভিহিত করেন তিনি। নির্দেশনার পরই বিভিন্ন দিকে থেকে ত্রিপোলির উদ্দেশে রওনা দেয় হাফতার বাহিনী।এদিকে লিবিয়ায় বাংলাদেশ দূতাবাস, ত্রিপোলি ও এর পার্শ্ববর্তী শহরগুলোতে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের সাবধানতা অবলম্বন এবং সতর্কতার সঙ্গে চলাফেরার পরামর্শ দেয়া হচ্ছে।

    শুক্রবার দূতাবাসের এক জরুরি বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানানো হয়।যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে প্রবাসী বাংলাদেশিদের রাস্তাঘাটে চলাফেরা সীমিত করতে নির্দেশ দেয়া হয়েছে।এ ছাড়া লিবিয়ায় অবস্থানকারী প্রবাসীদের যেকোনো জরুরি প্রয়োজনে দূতাবাসের হটলাইন নম্বর +২১৮৯১৬৯৯৪২০৭ ও +২১৮৯১০০১৩৯৬৮-তে যোগাযোগ করতে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

    No comments

    If you have any doubt, please let me know that with your valuable comments.

    পৃষ্ঠা

    সর্বশেষ খবর

    COVID-19 থেকে বাঁচার উপায় !