সুপার-ঘূর্ণিঝড়-আম্পান!

  • ব্রেকিং নিউস

    আইপিএলের টাকা না পেয়ে স্টার্কের মামলা

    আইপিএলের টাকা না পেয়ে স্টার্কের মামলা

    ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) গত আসরে ১৪ কোটি টাকায় ইংলিশ পেসার মিসেল স্টার্ককে কিনেছিল কলকাতা নাইট রাইডার্স। কিন্তু ইনজুরির কারণে সেবার খেলা হয়নি। তবে আসন্ন বিশ্বকাপ উপলক্ষে সকল দল নিজেদের গুছিয়ে নেওয়ার পাশাপাশি ক্রিকেটাররাও নিজেদের ফিট রাখতে সময় নিচ্ছে। এ কারণেই এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে স্বেচ্ছায় নিজের নাম তুলে নেন মিচেল স্টার্ক। আর এ নিয়ে আর্থিক ঝামেলাই শেষ পর্যন্ত গড়িয়েছে আদালতে।

    লন্ডনভিত্তিক ইনস্যুরেন্স কোম্পানি লয়েডে বীমা করেন স্টার্ক। শর্ত ছিল যদি খেলতে না পারেন তবে বীমা থেকে ১২ কোটি টাকা পাবেন। কিন্তু এতদিন পেরিয়ে গেলেও সে টাকা পাননি তিনি।দুই পক্ষের সর্বশেষ যোগাযোগ হয় ২০১৮ সালের ২২ নভেম্বর। তাদেরকে স্টার্কের ইনজুরি সম্পর্কে বিস্তারিত জানানো হয়। এরপরই বেঁকে বসে ইনস্যুরেন্স কোম্পানিটি। শারীরিক অক্ষমতাজনিত কারণে অর্থ পাওয়ার দাবি স্টার্ক করতে পারেন না বলে জানিয়ে দেয় তারা।

    শেষ পর্যন্ত ওই কোম্পানির বিরুদ্ধে মামলাই ঠুকে দিলেন স্টার্ক। ভিক্টোরিয়া আদালতে আইনজীবী মিলস ওকলির তত্ত্ববধানে মামলাটি করেন এ পেসার। মামলার রিটে বলা হয়েছে, ‘স্টার্ক ২৭ ফেব্রুয়ারি থেকে ৩১ মার্চের জন্য ৯৭ হাজার ৯২০ ডলার প্রিমিয়াম দেন। আর তিনি ডান উরুতে ব্যথা অনুভব করেন মার্চের ১০ তারিখেই।’

    গত বছর আইপিএল শুরুর আগে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে ইনজুরিতে পড়েন স্টার্ক। এই চোটের কারণেই পরবর্তীতে আর আইপিএলে যোগ না দিয়ে নাম প্রত্যাহার করে নেন তিনি।

    No comments

    If you have any doubt, please let me know that with your valuable comments.

    পৃষ্ঠা

    সর্বশেষ খবর

    COVID-19 থেকে বাঁচার উপায় !