সুপার-ঘূর্ণিঝড়-আম্পান!

  • ব্রেকিং নিউস

    বিভিন্ন চাকুরির (সরকারী) ক্ষেত্রে ৯ম গ্রেডে বেতন স্কেলের ব্যাখ্যা জানেন কি?


    ১১০০০-৪৯০ x ৭ -১৪৪৩০ইবি ৫৪০x ১১- ২০৩৭০ এর ব্যখ্যা কি?

    ** ১১০০০ টাকা হলো জাতীয় বেতন স্কেল-২০০৯ এর নবম গ্রেডের মূল বেতন।

    ** ৪৯০ টাকা হলো বার্ষিক বেতন বৃদ্ধি (ইনক্রিমেন্ট)।

    ** ৭ বছর বেতন বৃদ্ধি হবে। তার মানে চাকুরীতে যোগদানের পর মূল বেতন হবে ১১০০০ টাকা, দ্বিতীয় বছরে মূল বেতন হবে ১১৪৯০ টাকা। ৭ বছর পর মূল বেতন দাঁড়াবে ১৪৪৩০ টাকা

    ** এরপর ইবি অর্থাৎ ইফিসিয়েন্সি বার অতিক্রম করবেন। তখন বার্ষিক ইনক্রিমেন্ট হবে ৪৯০ টাকার পরিবর্তে ৫৪০ টাকা। এই হারে আরো ১১ বছর চলার পর মূল বেতন দাঁড়াবে ২০৩৭০ টাকা।

    ** এরপর আর বেতন বাড়বে না। প্রমোশন পেয়ে গেলে উচ্চতর গ্রেডে বেতন কার্যকর হবে। বর্তমানে তার সর্বসাকুল্যে বেতন = মূল বেতন + বাড়ি ভাড়া + চিকিৎসা ভাতা। বাড়ী ভাড়া = মূল বেতনের ৫৫% (ঢাকা), ৪০%(জেলা শহর)। চিকিৎসা ভাতা = ৭০০ টাকা।
    __________________________________________________________

    বর্তমানে তার সর্বসাকুল্যে বেতন = মূল বেতন ( ১১০০০ + ৪৯০ (for Engr & Doctor) + বাড়ি ভাড়া + চিকিৎসা ভাতা + মহার্গভাতা – কল্যান তহবিল (৪০+৫০) ।
    বাড়ী ভাড়া = মূল বেতনের ৫৫% (ঢাকা), ৪০%(জেলা শহর), but not less than 4800। চিকিৎসা ভাতা = ৭০০ টাকা। মহার্গভাতা = ২০%


    No comments

    If you have any doubt, please let me know that with your valuable comments.

    পৃষ্ঠা

    সর্বশেষ খবর

    COVID-19 থেকে বাঁচার উপায় !