সুপার-ঘূর্ণিঝড়-আম্পান!

  • ব্রেকিং নিউস

    জেফ বেজোসের ফোনে আড়ি পেতেছিল সৌদি

    জেফ বেজোসের ফোনে আড়ি পেতেছিল সৌদি

    যুক্তরাষ্ট্রভিত্তিক ই-কমার্স সেবাদাতা প্রতিষ্ঠান আমাজন ডটকমের প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেফ বেজোসের ফোনে আড়ি পেতেছিল সৌদি আরব। এর মাধ্যমে দেশটি তার ব্যক্তিগত তথ্য সংগ্রহ করেছে। শনিবার জেফ বেজোসের পক্ষ থেকে তার নিরাপত্তা প্রধান গেভিন ডে বেকার এসব তথ্য জানিয়েছেন।


    ডেইলি বিস্ট-এ লেখা এ নিবন্ধে জেফ বেজোসের পক্ষ থেকে এ বিষয়ে আলোকপাত করেন তার দীর্ঘদিনের নিরাপত্তা উপদেষ্টা গেভিন ডে বেকার। তিনি বলেন, ২০১৯ সালের জানুয়ারিতে জেফ বেজোস এবং সাবেক টিভি উপস্থাপিকা লরেন সানচেজের গোপন টেক্সট মেসেজ সংক্রান্ত খবর সংবাদমাধ্যমে ফাঁস হয়। ন্যাশনাল এনকোয়ারার নামের একটি ট্যাবলয়েড পত্রিকায় এ খবর প্রকাশিত হয়। এতে জেফ বেজোসের সঙ্গে লরেন সানচেজের প্রণয়ঘটিত সম্পর্ক রয়েছে বলে উল্লেখ করা হয়। গত ফেব্রুয়ারিতে ‘ন্যাশনাল এনকোয়ারার’- এর বিরুদ্ধে ‘অন্তরঙ্গ ছবি’ দিয়ে ব্ল্যাকমেইলের অভিযোগ তোলেন জেফ বেজোস। এক ব্লগপোস্টে তিনি বলেন, বান্ধবীর সঙ্গে তোলা গোপন কিছু ছবি নিয়ে তাকে বিপাকে ফেলার চেষ্টা করছে ন্যাশনাল এনকোয়ারার। আর পত্রিকাটির মূল প্রতিষ্ঠান আমেরিকান মিডিয়া ইনকর্পোরেশনের (এএমআই) সঙ্গে যোগসাজশ রয়েছে সৌদি আরবের।

    শনিবার এ বিষয়ে দ্য ডেইলি বিস্টে লেখা নিবন্ধে গেভিন ডে বেকার বলেন, ন্যাশনাল এনকোয়ারারের মূল প্রতিষ্ঠান আমেরিকান মিডিয়া ইনকর্পোরেশন তার ওপর চাপ প্রয়োগ করছে। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে তাকে জেফ বেজোসের ফোনে আড়িপাতার খবরটি চেপে যেতে বলা হয়েছে।

    গেভিন ডে বেকার বলেন, তদন্তকারী এবং একাধিক বিশেষজ্ঞ জানিয়েছেন সৌদি আরব বেজোসের ফোনে আড়ি পেতেছিল। এ সংক্রান্ত তদন্ত প্রতিবেদন সরাসরি যুক্তরাষ্ট্রের ফেডারেল কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে এ ব্যাপারে তাৎক্ষণিকভাবে ওয়াশিংটনে নিযুক্ত সৌদি দূতাবাসের কোনো মন্তব্য পাওয়া যায়নি।


    অনলাইনে পণ্য বিক্রি বিষয়ক ওয়েবসাইট আমাজন ডটকমের প্রতিষ্ঠাতা জেফ বেজোসের মোট সম্পদের পরিমাণ ১০ হাজার ৮৯০ কোটি ডলার। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ দাঁড়ায় ৯ লাখ ১৪ হাজার কোটি টাকারও বেশি। ফোর্বস ম্যাগাজিনের ২০১৮ সালের শ্রেষ্ঠ ধনীর তালিকায় এক নম্বরে ছিল ৫৫ বছরের জেফ বেজোসের নাম।

    No comments

    If you have any doubt, please let me know that with your valuable comments.

    পৃষ্ঠা

    সর্বশেষ খবর

    COVID-19 থেকে বাঁচার উপায় !