সুপার-ঘূর্ণিঝড়-আম্পান!

  • ব্রেকিং নিউস

    শরিয়া আইন চালুর প্রতিবাদে ব্রুনাই সুলতানের হোটেল বয়কট!


    033657_bangladesh_pratidin_rra
    ব্রুনাইয়ে শরিয়া আইন চালুর পর কয়েকজন তারকাসহ যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের কর্মকর্তারা ব্রুনাইয়ে সুলতান হাসানাল বলকিয়াহ-র মালিকানাধীন হোটেলগুলো বয়কটের আহ্বান জানিয়েছেন। ধর্ষণ, ব্যাভিচার, সমকামিতা, ডাকাতির জন্য মৃত্যুর বিধান রেখে বুধবার শরিয়া আইন চালু হয় ব্রুনাইয়ে।এদিকে, জাতিসংঘের মানবাধিকার সংস্থার প্রধান মিশেল বাচেলেট গত সোমবার এক বিবৃতিতে ব্রুনাইয়ের এই আইন কার্যকর না করার জন্য আহ্বান জানিয়েছিলেন।

    ওই আইন চালু হওয়ার পর হলিউডসহ অন্যান্য অঙ্গনের অনেক তারকা এবং রাজনীতিবিদরা ব্রুনাইয়ের সুলতানের মালিকাধীন বিলাসবহুল হোটেল বয়কটের ডাক দিলেন।সুলতান বিশ্বের কয়েকটি দেশে শীর্ষ কয়েকটি হোটেলের মালিক। এর মধ্যে সবচেয়ে অভিজাত ৯টি হোটেলের দুটিতে হলিউডের হেভিওয়েটদের আনাগোনা আছে। ওই হোটেল দুটিতে মাঝে মঝে বিনোদনমূলক বিশেষ অনুষ্ঠানও হয়। এর একটি হচ্ছে বেভারলি হিলস এবং লস এঞ্জেলেসের হোটেল বেল-এয়ার।

    অন্যান্য হোটেলগুলোর মধ্যে আছে লন্ডনের ডর্চেস্টার এবং প্যারিসের হোটেল প্লাজা এথিনি। হলিউড তারকা জর্জ ক্লুনি এক টুইটে লিখেছেন, যতবারই আমরা ৯টি হোটেলের কোনোটাতে থাকি, বৈঠক করি কিংবা খাওয়া দাওয়া করি ততবারই আমরা সরাসরি এমন একজন মানুষের পকেটে অর্থ ঢালি যিনি তার দেশের নাগরিকদেরকে সমকামিতা কিংবা ব্যাভিচারের অভিযোগে পাথর ছুড়ে কিংবা বেত্রাঘাত করে মৃত্যু দেয়ার পথ বেছে নিয়েছেন।এদিকে, জর্জ ক্লুনি এসব হোটেল বয়কটের ডাক দেয়ার পর একে একে ব্রিটিশ সঙ্গীতশিল্পী এলটন জন, মার্কিন টেনিস তারকা বিলি জিন কিংসহ আরও অনেকে তাতে সমর্থন জানায়।

    সূত্র- বিডি প্রতিদিন
    কাশ্মীর, ফিলিস্তিন, মিয়ানমার, ইসরাইল নিউজিল্যান্ড সহ বিশ্বের কোথায় মুসলমানদের উপর অত্যাচার, হত্যা, ধর্ষন হচ্ছে তাতে কারোও কোন মাথা ব্যথা নেই। তখনই সবার সমস্যা যখন কোন সরকার ইসালামী অাইন কায়েম করে। তখনই সমস্যা যখন কেউ  ধর্ষণ, ব্যাভিচার, সমকামিতা, ডাকাতির বিরুদ্ধে অাইন পাশ করে।তাহলে সেই দেশে লম্পট, সমকামী, পরকিয়া কারীরা তেমন সুবিধা করতে পারে না। ধর্ষণ, ব্যাভিচার, সমকামিতা, ডাকাতির মৃত্যুর বিধান ব্রুনাইয়ে কার্যকর হলে এদের তাই এতো সমস্যা। 

    No comments

    If you have any doubt, please let me know that with your valuable comments.

    পৃষ্ঠা

    সর্বশেষ খবর

    COVID-19 থেকে বাঁচার উপায় !